E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টিউলিপকে তিরস্কার করে সমালোচনার মুখে ব্রিটিশ স্পিকার

২০১৬ জানুয়ারি ০৯ ১৮:০৯:০২
টিউলিপকে তিরস্কার করে সমালোচনার মুখে ব্রিটিশ স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তিরস্কার করে সমালোচনার মুখে পড়েছেন দেশটির ডেপুটি স্পিকার এলিয়ানর লায়িং। সংসদে বিতর্ক চলাকালে সন্তান সম্ভবা টিউলিপ বিশ্রামে গেলে ‘নারী জাতিকে হেয় করেছেন’ বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ডেপুটি স্পিকার।

টিউলিপের সঙ্গে এমন আচরণে ডেপুটি স্পিকারের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে ব্রিটিশ সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সের আলোচনা চলাকালে বাইরে যাওয়ার জন্য গর্ভবতী নারীসহ সবাইকে অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে। বুধবার হাউস অব কমন্সে ইউনিভার্সাল ক্রেডিট নিয়ে বিতর্কে অংশ নেন টিউলিপ। দুই ঘণ্টার বেশি সময় বিতর্কে অংশ নেওয়ার পর সাত মাসের অন্তঃস্বত্ত্বা টিউলিপ হঠাৎ অসুস্থ বোধ করেন। ৪৫ মিনিট বিশ্রাম করে আবার পার্লামেন্টে ফিরে আসেন তিনি।

টিউলিপ ফিরে এলে ডেপুটি স্পিকার এলিয়ানর লায়িং ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, ‘আপনি নারীকে দুর্বল হিসেবে উপস্থাপন করেছেন। পুরো নারীজাতিকে হেয় করেছেন।’

এ সময় টিউলিপ গর্ভবতী থাকার বিষয়টি উল্লেখ না করায় ক্ষমা চান। কিন্তু ডেপুটি স্পিকার তার ওপর আর ক্ষেপে গিয়ে বলেন, ‘আপনি আমাকে প্রেগনেন্সি কার্ড দেখাবেন না।'

টিউলিপ এ পর্যায়ে বিনয়ের সঙ্গে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন। কিন্তু লায়িং বলেন, 'আপনার হাউস ত্যাগ করা উচিত হয়নি। আপনি আমাকে প্রেগনেন্সি কার্ড দেখাবেন না? এখানে আপনি নারীকে দুর্বল হিসেবে উপস্থাপন করেছেন। লোকজন মনে করবে- অন্তঃসত্ত্বা হওয়ার কারণে নারীরা হাউসের আলোচনায় মনোযোগ দিতে পারে না।'

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের দেওয়া পোস্টের ওপর বিভিন্ন মন্তব্য করেছে সামাজিক যোগাযোগ ব্যবহারকারীরা। অনেকে লায়িং-এর ভূমিকার সমালোচনা করেছেন।
যুক্তরাজ্যপ্রবাসী এক বাংলাদেশি ফেসবুকে লেখেন, এ ব্যাপারে লায়িং-এর ক্ষমা চাওয়া উচিত।

গত বছর মে মাসে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে বিরোধী দল লেবার পার্টি থেকে নির্বাচিত হন বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।

(ওএস/এএস/জানুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test