E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আলোচিত ‘সেলফি’ দম্পতির মুক্তি লাভ

২০১৬ জানুয়ারি ০৯ ১৮:৩৭:৫৮
আলোচিত ‘সেলফি’ দম্পতির মুক্তি লাভ

আন্তর্জাতিক ডেস্ক : বছরের প্রধম দিন জানুয়ারির ১ তারিখে দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে আগুন লেগে যখন দাউ দাউ করে জ্বলছিল, সে সময় জ্বলন্ত হোটেলটিকে পেছনে রেখে হাসিমুখে সেলফি তুলেছিলেন এক দম্পতি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা হয়। পরে দুবাই পুলিশ ওই দম্পতিকে আটক করে।

কয়েকদিন আটক রাখার পর জিজ্ঞাসাবাদ শেষে ওই দম্পতিকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কর্তৃপক্ষ। সেলফি তোলার সঙ্গে কোনো সন্ত্রাসী ঘটনার যোগসূত্র ছিল কিনা, তা জানতে ওই দম্পতিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে জঙ্গি সংশ্লিষ্টতা কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল এসাম আল হোমায়দান।

জানুয়ারির ১ তারিখ সন্ধ্যায় বিশ্বের সবচেয়ে বড় ভবন বুর্জ খলিফার পাশেই ৬৩ তলার একটি হোটেলে রহস্যময় আগুন লাগে। জ্বলন্ত হোটেলটি পেছনে রেখে ওই দম্পতি হাসিমুখে একটি সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। তরুণ এ দম্পতির অবিবেচক কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা হয়।

তথ্যসূত্র : এপি অনলাইন।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৯, ২০১৬)



পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test