E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জার্মানিতে অভিবাসী বিরোধী বিক্ষোভ,সংঘর্ষ

২০১৬ জানুয়ারি ১০ ১০:২৮:৩১
জার্মানিতে অভিবাসী বিরোধী বিক্ষোভ,সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক :জার্মানির কোলন শহরে শরণার্থী বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। নতুন বছর উদযাপনের দিনে কথিত আরব ও আফ্রিকানদের নারীদের যৌন নিপীড়নের ঘটনার জেরে এই বিক্ষোভ হয়।

ডানপন্থী ও ইসলাম বিরোধী পেজিডা মুভমেন্টের নেতৃত্বে এই ঘটনার নিন্দা জানাতে এর সমর্থকরা একত্রিত হয়। জার্মানির ভাইস চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের কঠোর সমালোচনার পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয়।

বিক্ষোভ প্রদর্শনকারীরা পানির বোতল ও আতশবাজি দিয়ে হামলা করে। বিক্ষোভকারীদের অনেককে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে অভিবাসী সমর্থক দল এর পাল্টা কর্মসূচি পালন করেছে। পাশাপাশি নারী অধিকার কর্মীরাও র‌্যালি করেছেন।

বিবিসি জানায়, জার্মানির কোলনে নতুন বছরের শুরুর উদযাপনের দিনে আরব ও উত্তর আফ্রিকার কিছু মানুষ নারীদের যৌন নিপীড়ন করে। পুলিশ জানিয়েছে তারা এখন পর্যন্ত ৩৭৯ টি অভিযোগ পেয়েছেন। আর এরই জের ধরে অ্যাঞ্জেলা মার্কেলের বিরোধীরা তার উদার শরণার্থী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে।

মার্কেলও বলেছেন, অভিযুক্তদের গ্রেফতার করে সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানো হবে। উল্লেখ্য, জার্মানি গত এক বছরে যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্য ও দারিদ্র পীড়িত আফ্রিকা থেকে প্রায় আট লাখ শরণার্থী ও অভিবাসী গ্রহণ করেছে। বিবিসি।

(ওএস/এস/জানুয়ারি১০,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test