E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুইডেনে স্বেচ্ছাসেবক লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

২০১৬ জানুয়ারি ১১ ১৭:০৭:১৭
সুইডেনে স্বেচ্ছাসেবক লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক : ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুইডেন শাখা রাজধানী স্টকহোমে একটি আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা কমিটির চেয়ারম্যন জনাব শামসুদ্দিন খেতু মিয়া।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুইডেন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু ও সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিস হাসান তপন। বিশেষ অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগ এর সহ-সভাপতি আকতার এম জামান ও ড. ফরহাদ আলী খান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওবায়দুল হক, খলিলুর রহমান, মাসুদ খান ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী।

সভার আলোচ্য বিষয় "বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন" এর উপর গঠনমূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। লন্ডন থেকে সভায় মোবাইল এর মাধ্যমে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তার হোসেন মিরন। তিনি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে বহির্বিশ্বে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুইডেন শাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং তাদের কিছু সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে যারা সুইডেনে ষড়যন্ত্র করছে তাদের সাবধান করে দিয়ে বলেন, এখনি এসব বন্ধ না করলে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছিলো বলেই সোনার বাংলা হায়েনামুক্ত হয়। মুক্তিযুদ্ধ পূর্ববর্তী ও পরবর্তী কালে জাতির পিতার অসামান্য অবদান, ত্যাগ ও সংগ্রামের উপর তিনি তার বক্তব্যে আলোকপাত করেন।

আওয়ামী লীগ সুইডেন শাখার সহ-সভাপতি আক্তার এম জামান তার বক্তব্যে আওয়ামী পরিবারের সকল অঙ্গ সংগঠন ও ছাত্রলীগকে একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার অনুরুধ জানান। তিনি বলেন জননেত্রীর হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই উন্নয়নের জোয়ারে নেত্রীর পাশে থাকুন। প্রধান বক্তা ড. ফরহাদ আলী খান তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর অতুলনীয় ভুমিকার প্রশংসা করে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ছিলো বলেই আজ বাংলাদেশ পৃথিবীর বুকে স্বীয় মানচিত্র নিয়ে মাথা উচু করে দাড়িয়ে আছে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাবার জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতা ও কর্মীদের আহ্বান জানান। আওয়ামী লীগ সুইডেন শাখার নেতা লাভলু মনোয়ার ও নাজমুল খান, সুইডেন যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ছাত্রলীগ সুইডেন শাখার সভাপতি আন্নাদুজ্জামান কাজল ও সাধারণ সম্পাদক তানজিল ইসলাম নির্ধারিত বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রীর বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুইডেন শাখার সকল নেতা ও কর্মীদের শুভেচ্ছা জানান।

সভা শেষে সভাপতি উপস্থিত সবাইকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সভায় আসার জন্যে ও সভা সফল করার জন্যে ধন্যবাদজ্ঞাপন করেন এবং সবাইকে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানান। উল্লেখ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগ সুইডেন শাখার সংস্কৃতিবিষয়ক সম্পাদক শেখর দেব।

এছাড়াও উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দ- কাজী মিরাজ, শফিকুল আলম লিটন, সোহেল আহমেদ, সেলিম সারোয়ার, ড. তামান্না হোসেন খান, সাইফুল ইসলাম দুলাল, শ্যামল দত্ত, হেলাল, মুশিবুর রহমান মামুন, রাজিব হাসান রাসেল, আরিফ হোসেন সুমন, ফয়সাল গালিব নাফি, রাহিদ আহমেদ সুমন, নাভান আব্দুল্লাহ, পলাশ পাল, নিকি আহমেদ, প্রমুখ।

(এইচআর/জানুয়ারি ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test