E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মার্কিন গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপারের অ্যাকাউন্ট হ্যাক

২০১৬ জানুয়ারি ১৪ ০০:১৭:০৯
মার্কিন গোয়েন্দা প্রধান জেমস ক্ল্যাপারের অ্যাকাউন্ট হ্যাক

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপারের অনলাইন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

সম্প্রতি ‘ক্র্যাকা’ ছদ্মনামে এক কিশোর মার্কিন গোয়েন্দা প্রধানের অ্যাকাউন্ট হ্যাক করে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স কর্তৃপক্ষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে।

ক্র্যাকার দাবি, সে জেমস ক্ল্যাপারের বাড়ির টেলিফোন, ইন্টারনেট অ্যাকাউন্ট, মেইল অ্যাকাউন্ট এমনকি ক্ল্যাপারের স্ত্রীর ইমেইল অ্যাকাউন্টও হ্যাক করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক অনলাইন ম্যাগাজিন মাদারবোর্ডের কাছে ক্র্যাকা জানিয়েছে, সে ক্ল্যাপারের ওয়্যারলেস সেবাদাতা প্রতিষ্ঠান ভেরিজন’র অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করে দিয়েছে। ফলে ক্ল্যাপারের কাছে আসা কলগুলো ক্যালিফোর্নিয়াভিত্তিক ‘ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট’ আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা জানতে পারবে।

প্রায় এক মাস আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন ব্রেনানের অ্যাকাউন্টও একইভাবে হ্যাক করা হয়েছিল।

এদিকে, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে হ্যাকিংয়ের ঘটনা নিশ্চিত করা হলেও বিস্তারিত কিছু জানায়নি তারা।

এ বিষয়ে জাতীয় গোয়েন্দা সংস্থার মুখপাত্র ব্রায়ান হালে সংবাদমাধ্যমকে বলেছেন, তারা হ্যাকিংয়ের ঘটনাটি জানেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন।

জানা গেছে, কিশোর হ্যাকার ক্র্যাকা ‘ক্র্যাকাস উইথ অ্যাটিচিউড’ নামে একটি দলের সদস্য। এ দলের অধিকাংশ হ্যাকার কিশোর ও স্কুলপড়ুয়া।


(ওএস/এস/জানুয়ারি১৪,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test