E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে তাইওয়ান

২০১৬ জানুয়ারি ১৬ ১৯:৩২:৪০
প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক :তাইওয়ানে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্টের কার্যালয়ে উঠতে যাচ্ছেন ডেমোক্রেটিক প্রগেসিভ পার্টির (ডিপিপি) সাই ইং-ওয়েন। শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছেন তিনি। ইং-ওয়েনের দল ডিপিপি ‘স্বাধীন তাইওয়ান নীতি’তে বিশ্বাসী।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ ফল প্রকাশ করে। এর আগে সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা। নির্বাচনে তাইওয়ানের প্রায় ১ কোটি ৮১ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরই শুরু হয় গণনা। কিছু কেন্দ্রে ভোট গণনা চললেও এরইমধ্যে প্রাপ্ত ফল ইং-ওয়েনের নিরঙ্কুশ জয়লাভের স্পষ্ট বার্তা দেওয়ায় পরাজয় স্বীকার করেছেন ‘এক চীন নীতিতে বিশ্বাসী’ ক্ষমতাসীন কৌমিনতাং পার্টির (কেএমপি) এরিক চু। একইসঙ্গে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, ইং-ওয়েন পেয়েছেন ৫৮ দশমিক ১ শতাংশ ভোট। আর তা নিকটতম প্রতিদ্বন্দ্বী চু পেয়েছেন ৩২ দশমিক ৫ শতাংশ ভোট। এছাড়া বর্ষিয়ান রাজনীতিক পিপলস ফার্স্ট পার্টির জেমস সুং পেয়েছেন ৯ দশমিক ৪ শতাংশ ভোট।

সংবাদমাধ্যম বলছে, ইং-ওয়েনের পক্ষে ফলাফল তাইওয়ানিজদের চীন থেকে আলাদা হয়ে ‘একলা চলার’ অভিমতই প্রকাশ করছে।

এদিকে সংবাদমাধ্যম জানাচ্ছে, শনিবার প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি পার্লামেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। ধারণা করা হচ্ছে এই নির্বাচনেও ফল ডিপিপির পক্ষে আসবে।

(ওএস/এস/জানুয়ারি১৬,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test