E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ১৩৫

২০১৬ জানুয়ারি ১৭ ১১:১৫:২৯
সিরিয়ায় আইএসের হামলায় নিহত ১৩৫

আন্তর্জাতিক ডেস্ক:সিরিয়ায় সরকারি বাহিনী নিয়ন্ত্রিত একটি শহরে ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের হামলায় কমপক্ষে ১৩৫ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। শনিবার দেইর আয যহর শহরে এ ঘটনা ঘটে। সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ৮৫ জন বেসামরিক নাগরিক ও ৫০ সরকারি সেনা নিহত হয়েছে। তবে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বাঘালিয়া এলাকায় হামলায় প্রায় ৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সিরিয়ার লোকাল কো-অর্ডিনেশন কমিটি জানিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে সরকারি সেনাদের ওপর হামলা চালায় আইএস। ওই সময় শহরে একটি গাড়িবোমা হামলাও চালায় আইএস। জবাবে সরকারি বাহিনী আইএসের ওপর বিমান হামলা ও তীব্র গোলাবর্ষণ করে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেওয়া তথ্য অনুযায়ী, শহরের ৬০ শতাংশ এলাকার দখল এখনো আইএসের হাতে রয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, দেইর আয যহরে ২ লাখের মতো লোক বাস করে। অবরুদ্ধ ওই এলাকার পরিস্থিতি অবনতি হতে শুরু করেছে বলেও সংস্থাটি সতর্ক করে দিয়েছে।

(ওএস/এস/জানুয়ারি১৭,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test