E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি

২০১৪ মে ৩১ ১১:৩৫:৩৪
ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : অকাল বর্ষণে শান্তি মিললেও, ধুলো ঝড়ের দাপটে থমকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি৷ ঝড়ের প্রকোপে প্রাণ হারালেন দু’জন৷ রাজধানীর বিভিন্ন অংশে জখম হয়েছেন বেশ কয়েকজন৷ মৌসম ভবনের পূর্বাভাস সত্যি করে শুক্রবার দুপুর থেকেই দিল্লির আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে৷ বিকেল সাড়ে ৪টার পর চিত্রটা সম্পূর্ণ বদলে যায়৷ ৫টা থেকে শুরু হয় ব্যাপক ঝড়-বৃষ্টি৷ ধুলো ঝড়ের জেরে থমকে যায় দিল্লি মেট্রোর ব্লু ও ইয়লো লাইনের ট্রেন চলাচল৷ বিকেল ৫টা থেকে ৫.২০ পর্যন্ত বিমানববন্দরে বিমান ওঠা নামা বন্ধ রাখা হয়৷ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে৷

বিমানবন্দর সূত্রে খবর, ২০ মিনিটে ২৫টি বিমানের অভিমুখ বদল করতে হয়েছে৷ ঝড়ের দাপটে একটি বেসরকারি রেডিও স্টেশনের টাওয়ার ভেঙে গিয়েছে বলেও জানা গিয়েছে৷
ঝড় থেমে গেলেও ব্যাপক যানজট রয়েছে রাজধানীর রাস্তায়৷ বারাখাম্বা রোড ও কেজি মার্গে বেশ কয়েকটি গাছ উল্টে যাওয়ায়, ব্যাপক সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা৷ রাজধানীর অধিকাংশ এলাকায় ব্যাহত বিদ্যুৎ পরিসেবাও৷ চলতি সপ্তাহে ৪০ ডিগ্রি পেরিয়েছিল রাজধানীর তাপমাত্রার পারদ৷ বৃহস্পতিবার ১৬ বছরের রেকর্ড টপকে যায় দিল্লির তাপমাত্রা৷

(ওএস/এইচ/মে ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test