E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতে আকস্মিক ঝড় ও বজ্রপাতে নিহত ২২

২০১৪ মে ৩১ ১৫:৩১:৩৭
ভারতে আকস্মিক ঝড় ও বজ্রপাতে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বজ্রপাত ও আকস্মিক ঝড়ে ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে দিল্লিতে ৯ জন, পশ্চিমবঙ্গে ৬ জন, ঝাড়খণ্ডে ৭ জন মারা গেছেন।

শুক্রবার বিকেলে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় দিল্লি ও তার পার্শ্ববর্তী নয়ডা, গাজিায়াবাদের বিস্তীর্ণ অঞ্চল। এরপরই শুরু হয় প্রচণ্ড ধুলিঝড় ও সেইসঙ্গে মুষলধারে বৃষ্টি। এসময় ঝড়-বৃষ্টি এবং বাজ পড়ে মারা যায় ৯ জন। এদের মধ্যে দিল্লিতে মৃত্যু হয়েছে ৬ জনের, আহত ১৩ জন। গাজিয়াবাদে মৃত্যু হয়েছে ৩ জনের। বৃষ্টির জেরে বিপর্যস্ত হয় দিল্লির যানচলাচল, ব্যাহত হয় মেট্রো পরিষেবাও।

এদিকে শনিবার সকালে বজ্রপাতে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে মোট ৬ জনের। এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয় বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাত। এরমধ্যে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় ৩ আমচাষীর মৃত্যু হয়েছে, রঘুনাথগঞ্জে মৃত্যু হয়েছে ১ জনের, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় ১ কৃষকের, বর্ধমান জেলার রানিগঞ্জে বাজ পড়ে ১ নারী মারা যান। রাজ্যজুড়ে আহত হয়েছেন ১৫ জনের মতো।

ঝাড়খণ্ডেও বজ্রপাত ও ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে মৃত্যু হয়েছে ৭ জনের, ক্ষয়ক্ষতি হয় ফসলের। শনিবার ভোর সাড়ে ৪টা নাগাদ ঝড়ের দাপটে বহু বিদ্যুতের খুুঁটি এবং প্রায় শ'খানেক গাছ উপড়ে যায়।

(ওএস/এটিআর/মে ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test