E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুরি করতে এসে মন চুরি

২০১৪ জুন ০২ ১৩:৫৯:৪৯
চুরি করতে এসে মন চুরি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এক অদ্ভুত চোরকে সন্ধান পাওয়া গেছে। যে চুরির পর ফেসবুকে পাঠাল ফ্রেন্ড রিকোয়েস্ট৷ আর যার থেকে জিনিস চুরি করল এবং বন্ধুত্ব স্থাপনের চেষ্টা চালাল তিনি একজন মহিলা৷

চুরি করলেও তাকে মনে ধরেছিল এই চোরের৷ হয়ত তাই একদিন পরই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট৷ চুরির অভিযোগে গত শুক্রবার কিটস্যাপ জেলা আদালতে অভিযুক্ত রিলে অ্যালেন মুলিনসের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে৷

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার ব্রামারটন ফেরি টার্মিনালে কানে হেডফোন গুঁজে গান শুনছিলেন৷ হঠাৎই মাথায় আঘাত৷ কিছু বুঝে ওঠার আগেই তার আইপড এবং পার্স চলে গেল অন্যের হাতে৷ কোনো রকমে মাথা ঘুরিয়ে দেখতে পেলেন ঘাড়ে একজন তার জিনিসগুলি নিয়ে ছুটে পালাচ্ছে৷ আর লক্ষ্য করতে পারলেন তার ঘাড়ে রয়েছে একটি ট্রায়াঙ্গেল ট্যাটু৷ ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷

কিন্তু, উল্লেখযোগ্যভাবে টিক তার পরের দিন ওই তরুণীর ফেসবুকে এল একটি ফ্রেন্ড রিকোয়েস্ট৷ আর তার ছবি দেখতে গিয়েই বোঝা গেল ওই চোরই হল এই নতুন বন্ধু৷ ট্যাটুটিই চিনিয়ে দিল তাকে৷ ওই ফেসবুক অ্যাকাউন্টটি যে মুলিনের, তা নিশ্চিত করেছে পুলিশ৷

(ওএস/এটিআর/জুন ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test