E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবৈধ বাংলাদেশিদের আসাম ছাড়তে ১৫ দিনের আল্টিমেটাম

২০১৪ জুন ০২ ১৫:০৮:১৩
অবৈধ বাংলাদেশিদের আসাম ছাড়তে ১৫ দিনের আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যের অবৈধ বাংলাদেশি অভিবাসীরা উৎকণ্ঠা আর শঙ্কার মধ্যে সময় পার করছেন।

সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আসামের বিভিন্ন আসন থেকে নির্বাচিত হওয়া পার্লামেন্ট সদস্যরা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আল্টিমেটাম জারি করেছেন।

ওই আল্টিমেটাম অনুযায়ী, স্বেচ্ছায় আসাম ছাড়তে হবে তাদের। এজন্য ১৫ দিনের সময়ও বেঁধে দেয়া হয়েছে।

বিজেপির পার্লামেন্ট সদস্য কামাখ্যা প্রসাদ তাশা অবৈধ বাংলাদেশী অভিবাসীদের আসাম থেকে বিতাড়নে প্রচারাভিযান চালানোর ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে বিজেপির শাখা সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম) এ প্রচারাভিযান শুরু করবে।

তিনি আরও বলেন, প্রচারণার প্রথম ধাপে আমরা ১৫ দিনের মধ্যে স্বেচ্ছায় আসাম ত্যাগের অনুরোধ জানাবো অবৈধ অভিবাসীদের কাছে। অবৈধ অভিবাসীদের যাতে কোনও ধরনের কাজ দেয়া না হয়, সেজন্য আমরা বাড়ি-বাড়ি গিয়ে অনুরোধ করার কাজও শুরু করবো।

(ওএস/এটিআর/জুন ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test