E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাচারকারীর তলপেট থেকে লাখ টাকার পাখি উদ্ধার

২০১৪ জুন ০৪ ১৭:১২:৩১
পাচারকারীর তলপেট থেকে লাখ টাকার পাখি উদ্ধার

নিউজ ডেস্ক : কিউবা পুলিশ ট্রাউজারের মধ্যে ৬৬টি পাখি পাচারের অভিযোগে এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে। পাচারকারী তার পরিহিত ট্রাউজারের মধ্যে খুব কৌশলে পাখিগুলোকে জীবিত অবস্থার সেলাই করে কিউবা থেকে যুক্তরাষ্ট্রে পাচার করতে চেয়েছিল। কিন্তু বিমানবন্দর পুলিশের তৎপরতায় তিনি গ্রেপ্তার হন।

পাচারকারীর পরিহিত ট্রাউজারটি অস্বাভাবিক রকমের ফুলে থাকার কারণে বিষয়টি বিমানবন্দর পুলিশের গোচরে আসে। এরপর পুলিশের তল্লাশিতে ট্রাউজারের ভেতর থেকে ৬৬টি পাখি বের হয়ে আসে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত নাতির জন্য তিনি পায়রা নিয়ে যাচ্ছেন। এই কথা বলে বিমানের উদ্দেশ্যে রওনা দিতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে ট্রাউজারের ভেতর রাখা পাখিগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পাচারকারীর কাছে থাকা ৬৬টি পাখিই বেশ দুর্লভ প্রজাতির। পাখিগুলোর মধ্যে ফিঞ্চ এবং হামিংবার্ডই বেশি ছিল। আর পাখিগুলোর আর্থিক মূল্য প্রায় কয়েক হাজার পাউন্ড।

(ওএস/অ/জুন ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test