E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্রকে গুলি করে হত্যা

২০১৪ জুন ০৪ ১৭:৪১:০৭
ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্রকে গুলি করে হত্যা

অান্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বাংলাদেশি ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শিহাব মাহমুদ (২২) দক্ষিণ ফ্লোরিডার পামবিচ স্টেট কলেজের ছাত্র।

বাবা-মা ও ভাইয়ের সঙ্গে অ্যারিজোনায় থাকতেন তিনি। তাদের বাড়ি নেত্রকোনা জেলায়।

গত ৩০ মে স্থানীয় সময় মধ্যরাতে ফ্লোরিডায় এক বাংলাদেশির মালিকানাধীন ‘সেভরন কনভেনিয়েন্স স্টোরের’ ভেতরে ঢুকে তাকে গুলি করে তাকে হত্যা করে একজন দুর্ত্ত।

ওই স্টোরের সিসিটিভির ফুটেজে দেখা যায়, মুখোশধারী এক কৃষ্ণাঙ্গ বন্দুক হাতে নিয়ে স্টোরে ঢুকলে ক্যাশ বাক্স থেকে সব ডলার বের করে দেন শিহাব। তারপরে শিহাবকে গুলি করে পালিয়ে যান তিনি।

দোকান মালিক মোহাম্মদ নাইম বলেন, হামলাকারী কোনো ডলার না নিয়ে শিহাবকে হত্যা করেই পালিয়ে যায়। এতে মনে হচ্ছে শিহাবকে খুনের জন্যই তিনি এসেছিলেন।

তিনি জানান, প্রায় এক বছর হল শিহাব পামবিচ স্টেট কলেজে ভর্তি হয়েছিলেন। পড়ার খরচ চালানোর জন্য রাতের পালায় তার দোকানে কাজ করতেন। পুলিশের পক্ষ থেকে হত্যাকারীর বর্ণনা দিয়ে তার সম্পর্কিত তথ্য দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবে ৯৬ ঘণ্টায় খুনী গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এ ঘটনায় প্রবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে জানিয়ে বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি লিডার জহির বলেন, কর্মরত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা এটি প্রথম নয়। অধিকাংশ ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তিনি জানান, ফ্লোরিডার মায়ামি, ফোর্ট লডারডেল, ওয়েস্ট পামবিচ প্রভৃতি স্থানে বাংলাদেশি মালিকানাধীন সহস্রাধিক গ্যাস স্টেশন কাম কনভেনিয়েন্স স্টোর রয়েছে।

এগুলোর ৯০ ভাগ কর্মচারি বাংলাদেশি। গভীর রাতেই এগুলোতে দুর্বৃত্তরা হানা দেয়। তাই কর্মীদের নিরাপত্তা দিতে পুলিশের টহল বাড়ানো দরকার। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে শিহাবের জানাজা হয়। গ্রামের বাড়ি নেত্রকোনায় তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।

(ওএস/এটিআর/জুন ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test