E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০৫০ সালে ভারতকে আমদানি করতে হবে পানি!

২০১৬ এপ্রিল ২২ ১৪:৩৭:৩৯
২০৫০ সালে ভারতকে আমদানি করতে হবে পানি!

আন্তর্জাতিক ডেস্ক : ২০৫০ সালের আগেই পানযোগ্য পানির জন্য ভারত যদি পুরোপুরি আমদানিনির্ভর হয়ে পড়ে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। দেশটিতে ভূগর্ভস্থ পানির পরিমাণ দিন দিন কমে আসছে বলেই এ অগ্রিম সতর্ক বার্তা।

ভারতের কেন্দ্রীয় ভূগর্ভস্থ পানি সংস্থা সিজিডব্লিউবি সূত্রে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বর্তমানে যে হারে মাটির নিচের পানি ব্যবহার করে চলেছে ভারত, তা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে গোটা দেশটির ভূগর্ভস্থ পানির পরিমাণ কমে ২২ শতাংশে নেমে যাবে।

২০০১ সালের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে যে পরিমাণ ভূগর্ভস্থ পানি রয়েছে, তাতে দেশটির প্রত্যেক নাগরিকের জন্য দৈনিক ব্যবহারযোগ্য পানির পরিমাণ গড়ে পাঁচ হাজার ১২০ লিটার পানি। ১৯৫১ সালে এই পরিমাণ ছিল ১৪ হাজার ১৮০ লিটার। অর্থাৎ ১৯৫১ সালের তুলনায় বর্তমানে ভারতে ব্যক্তিপ্রতি ভূগর্ভস্থ পানির পরিমাণ ৩৫ শতাংশ কমে এসেছে। ১৯৯১ সালে ১৯৫১ সালের তুলনায় এ পরিমাণ কমে অর্ধেকে নেমে এসেছিল।

২০৫০ সালে দেশটিতে একেকজন মানুষের জন্য ভূগর্ভে ব্যবহারযোগ্য পানির পরিমাণ হবে তিন হাজার ১২০ লিটার।

বিশেষজ্ঞরা বলছেন, মাটির নিচে পানি জমার পরিমাণ কমে যাচ্ছে। কারণ বৃষ্টির পানি পুকুর, খাল ও কূপ খননের মাধ্যমে সেচের কাজে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া সচেতনতার অভাব ও বনায়ন কমে যাওয়ার কারণে ভূগর্ভের পানি কমে যাচ্ছে।।

দেড়শ' কোটি মানুষের দেশটিতে উন্নয়ন অবকাঠামো দ্রুত বাড়ছে এবং এর জন্য বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে ভূগর্ভস্থ পানির উৎসগুলো। এছাড়া সেচের মাধ্যমে কৃষিকাজ বাড়ছে। ভারতের নগরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে ব্যবহার করা হচ্ছে ভূগর্ভস্থ পানি।

ভারতের গ্রামাঞ্চলে গৃহস্থালী কাজে ব্যবহৃত পানির ৮৫ শতাংশের উৎস ভূগর্ভস্থ পানি। এছাড়া দেশটির নগরাঞ্চলে ব্যবহৃত পানির ৫০ শতাংশও আসে মাটির নিচ থেকে। আর সেচের কাজে ৫০ শতাংশ ভূ-গর্ভের পানি।

ফলে যেভাবে দ্রুতগতিতে বেড়ে চলেছে ভারতের জনসংখ্যা ও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাদের চাহিদা, তা পূরণ করতে গিয়ে দেশটিতে ভূগর্ভস্থ পানির পরিমাণ দ্রুত কমে আসছে। এতটাই কমে আসছে পানি, যে একসময় হয়তো বেঁচে থাকার জন্য ন্যূনতম খাওয়ার পানিটুকু পাওয়াও তাদের জন্য কঠিন হয়ে পড়বে। আশঙ্কা বিশেষজ্ঞদের।

(ওএস/এএস/এপ্রিল ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test