E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

২০১৬ এপ্রিল ২৭ ১৩:৫১:৫১
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত ও আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের সবার বাড়ি সিলেট জেলায়। কাতারে বাংলাদেশের দূতাবাস তথ্যমতে, হতাহতরা সিলেটের কানাইঘাট উপজেলার বড়ধান, আমরপুর, গাছবাড়ী ও কাতানপুর গ্রামের বাসিন্দা।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ জানান, মঙ্গলবার মারাত্মক দুর্ঘটনার পর আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। একটি মাইক্রোবাসে করে কর্মস্থলে যাওয়ার পথে দোহার কাছে সামাল সড়কে ওই দুর্ঘটনা ঘটে। এতে মিশরীয় চালকও আহত হন। দুর্ঘটনায় ইসলাম উদ্দিন ও মইন উদ্দিন ঘটনাস্থলে আর খুরুব উদ্দিন, মহিবুর রহমান ও ফরিদ উদ্দিন হামাদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান। বাকি তিনজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

বিশেষ সূত্রে জানা গেছে, গতকাল স্থানীয় সময় বেলা ১১টার দিকে একটি মিনিবাসে করে আটজন সীমান্তবর্তী দুখান এলাকায় কাজে যাচ্ছিলেন। ৪২ নম্বর ব্রিজের কাছে এসে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে।

কাতারে শ্রম কাউন্সেলর সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, শিগগিরই নিহতদের লাশ দেশে পাঠানোর উদ্যোগ তারা নিয়েছেন। পাশাপাশি তাদের জন্য ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করছেন তারা।

(ওএস/এএস/এপ্রিল ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test