E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলাদেশে আইএসের ঘাঁটি গাড়ার আশঙ্কা আমাদের ভাবাচ্ছে’

২০১৬ এপ্রিল ৩০ ১০:১৬:০১
‘বাংলাদেশে আইএসের ঘাঁটি গাড়ার আশঙ্কা আমাদের ভাবাচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মনিরপেক্ষ উদারপন্থী রাষ্ট্র বাংলাদেশে আইএসের ঘাঁটি গাড়তে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনায় স্থানীয় বা আন্তর্জাতিক উগ্রপন্থী গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে মনে করছে দেশটি।

যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটিকে বলেন, বাংলাদেশে সম্প্রতি বিভিন্ন হামলা-খুনের ঘটনার জন্য দেশটির সরকারবিরোধী রাজনৈতিক দলকে দোষ দেওয়া হলেও এখন পর্যন্ত যেসব তথ্যপ্রমাণ হাতে এসেছে, তাতে এই ইঙ্গিতই বহন করে যে স্থানীয় পর্যায়ের বা আইএস কিংবা আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এর সঙ্গে যুক্ত।

ব্লিনকেন আরো বলেন, ‘বাংলাদেশে আইএসের ঘাঁটি গাড়ার আশঙ্কা আমাদের ভাবাচ্ছে।’

মার্কিন বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার সাম্প্রতিকতম ঘটনা যুক্তরাষ্ট্রের মধ্যে এ উদ্বেগ জোরালো করেছে যে ঐতিহ্যগতভাবে ধর্মীয় সহিষ্ণু বাংলাদেশ এখন উগ্রপন্থীদের হুমকির মধ্যে পড়েছে। যদিও লেখক, ব্লগার, বিদেশি নাগরিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা-খুনের ঘটনায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার।

খবরে আরো বলা হয়, সরকারের এই দাবি যাচাই করা না গেলেও এ আশঙ্কা যোগ হয়েছে যে স্থানীয় উগ্রপন্থী গোষ্ঠী ও তাদের বিদেশি সহযোগীরা বাংলাদেশে আল-কায়েদা ও আইএস মতো গোষ্ঠীগুলোকে ঘাঁটি গাড়তে সাহায্য করতে পারে। ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের মধ্যে তিক্ত বিবাদে দেশটিতে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতায় এই কাজটি আরো সহজ হতে পারে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জেমস ক্ল্যাপার কংগ্রেসের এক শুনানিতে বলেছিলেন, বিরোধী রাজনীতিবিদদের দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টা দেশটিতে আন্তদেশীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অবস্থান জোরালো করার সুযোগ করে দিতে পারে। খবর এপির।

(ওএস/এএস/এপ্রিল ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test