E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্রে জিকা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু

২০১৬ এপ্রিল ৩০ ১৩:৪৮:৪৮
যুক্তরাষ্ট্রে জিকা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম কোনো রোগীর মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। বিবিসি বলছে, স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, পুয়ের্তো রিকোতে এই ঘটনা ঘটেছে। পুয়ের্তো রিকোর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ৭০ বছর বয়সী ওই ব্যক্তি মশাবাহিত ওই ভাইরাসে আক্রান্ত হয়ে ফেব্রুয়ারিতে মারা যান।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এই অঞ্চলটিতে জিকা ভাইরাসে আক্রান্ত ৬০০ রোগীর খোঁজ পাওয়া গেছে। এদের মধ্যে ৭৩ জনই গর্ভবতী নারী। যদিও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র নিশ্চিত করেছে, শিশুজন্মের বড় ধরনের ত্রুটির জন্য এই ভাইরাস দায়ী। কিন্তু এরপরও পুয়ের্তো রিকোর স্বাস্থ্যমন্ত্রী আনা রিয়াস জানিয়েছেন, ইতিমধ্যে জিকা আক্রান্ত ১৪ জন নারী সুস্থ শিশুর জন্ম দিয়েছেন। জিকার কারণে হাজারও শিশু অপুষ্ট মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করছে বলে সন্দেহ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, দ্বীপটিতে ১৭ জন হাসপাতালে রয়েছেন। এদের মধ্যে পাঁচজন সাময়িকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলেন। জিকার কারণে তারা এই অবস্থার শিকার হয়েছেন বলে ধারণা করা হলেও বিষয়টি প্রমাণিত নয়। মৃত্যুবরণকারী ব্যক্তি গুরুতর থ্রম্বোসাইটপেনিয়া জটিলতায় ভুগছিলেন বলে সিডিসি জানিয়েছে।

সিডিসি আরো জানিয়েছে, যদিও জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বিরল কিন্তু এরপরও পুয়ের্তো রিকোয় এ ভাইরাসের কারণে মৃত্যুর প্রথম ঘটনা ঘটেছে, তাতে অন্যান্য গুরুতর বিষয়কেও প্রাধান্য দেওয়া হয়েছে। এডিশ মশাবাহিত এই ভাইরাসের কারণে চলতি বছর বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।




(ওএস/এস/এপ্রিল৩০,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test