E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুপারজাম্বো এয়ারবাস আসছে ভারতে

২০১৪ এপ্রিল ০৮ ১০:৪২:১৬
সুপারজাম্বো এয়ারবাস আসছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : অপেক্ষা আর মাস দেড়েকের। ৩০ মে ভারতের মাটি ছুঁতে চলেছে সুপারজাম্বো এয়ারবাস এ৩৮০। সৌজন্যে সিঙ্গাপুর এয়ারলাইনস। বিশালাকৃতি এই বিমানে প্রতি উড়ানে ৮০০ জনের বেশী যাত্রী ভ্রমণ করতে সক্ষম।

ভারতীয় বিমানবন্দরে এয়ারবাস এ৩৮০-র অবতরণের উপর নিযেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। তবে এ বছরের গোড়ায় সেই নিষেধাজ্ঞা উঠে যায়। এরপরই এদেশে সুপারজাম্বো নামানোর পরিকল্পনা করে লুফত্হ্যান্সা এবং এমিরেটস-এর মতো প্রথম সারির বিমান সংস্থা। শেষমেশ অবশ্য বরাত পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।

উল্লেখ্য, দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু-- এই চারটি ভারতীয় বিমানবন্দরে সুপারজাম্বো এয়ারবাস অবতরণের ব্যবস্থা রয়েছে। মে মাসের শেষ থেকে প্রাথমিক দফায় দিল্লি ও মুম্বইয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এ৩৮০ এয়ারবাস চলাচল করবে।

(ওএস/এইচ/এপ্রিল ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test