E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্ট্রেলিয়ায় বেগুনী রংয়ের হীরার সন্ধান

২০১৬ মে ০৩ ১৬:৩৯:৪৯
অস্ট্রেলিয়ায় বেগুনী রংয়ের হীরার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : বেগুনী রংয়ের একটি বিরল হীরার সন্ধান পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার প্রত্যন্ত আরজাইলে খনিতে ওই হীরাটি পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত আরজাইল খনি থেকেই বিশ্বের ৯০ ভাগ বেগুনী ও লাল রংয়ের বিরল হীরা ও মূল্যবান পাথর পাওয়া গেছে। খনি থেকে পাওয়ার পর ওই হীরাটি ৯ দশমিক ১৭ ক্যারেটের ছিল।

কয়েক সপ্তাহ ধরে নিঁখুত ওভাল শেপ তৈরি করার পর হীরাটি ২ দশমিক ৮৩ ক্যারেটে পরিণত হয়।

প্রকৃতিতে এই হীরা খুবই বিরল। এর নিখুঁত সৌন্দর্য, আকৃতি এবং রংয়ের জন্য বিশ্বে এর ব্যাপক চাহিদা রয়েছে।

(ওএস/এএস/মে ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test