E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বনে আগুন : কানাডার আলবের্তায় জরুরি অবস্থা ঘোষণা

২০১৬ মে ০৫ ১১:৫০:৪৭
বনে আগুন : কানাডার আলবের্তায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :কানাডার আলবের্তা অঞ্চলের ফোর্ট মেকমেরির আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেনি দেশটির কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদন অনুসারে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগুনে হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে ৮৮ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

আলবের্তা অঞ্চলের কর্তব্যরত ব্যক্তিরা জানিয়েছে, এখন পর্যন্ত ভাল কোন খবর দেয়ার মত নেই। আগামী ২৪ ঘণ্টা সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এরই মধ্যে ফোর্ট মেকমেরির সকল অধিবাসীকে সরিয়ে নেয়া হয়েছে। রবিবার লাগা এই আগুনে এখন পর্যন্ত এক হাজার ছয়'শটির বেশি ঘর-বাড়ি ও স্থাপনা পুড়ে গেছে। আলবের্তার ইতিহাসে এমন দুর্যোগ এর আগে কখনও আসেনি। শহরের নিকটবর্তী তেল কোম্পানিগুলো তাদের তেল সরবরাহের সকল লাইন বিচ্ছিন্ন করে নিয়েছে।

কিন্তু এই দাবানলে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে আলবের্তার কৃষি ও বন বিভাগের মন্ত্রী বার্নি চিমিত্তে বলেন, দাবানলকে আটকানোর জন্য আমাদের সাধ্যমত চেষ্টা করা হচ্ছে। এদিকে আলবের্তায় আগুন লাগা এলাকার উপর দিয়ে হেলিকপ্টারে পরিদর্শন শেষে আলবের্তার প্রিমিয়ার রেচেল নটলে বলেন, দাবানল ফোর্ট মেকমেরি হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বাতাসের বেগ যেভাবে রয়েছে যদি সেটাই থাকে তাহলে এটি থিকউড এবং টিম্বারলি অধিবাসীদের দিকে যাবে। এমনকি ফোর্ট মেকমেরির নিকটবর্তী বিমানবন্দরেও পৌঁছাতে পারে আগুন।

আলবের্তা অঞ্চলের জরুরি অবস্থা মোকাবেলার জন্য নিয়োজিত এমারজেন্সি মেনেজমেন্ট এজেন্সির ডাইরেক্টর স্কট লং বলেন, সময়ের সাথে সাথে খারাপ বিষয়টির কোন ভাল খবর আসছে না আমাদের কাছে। আমার ধারণা শহরটির একটি বড় অংশ হারাতে যাচ্ছি আমরা।

বিবিসির রিপোর্ট অনুসারে আলবের্তা অঞ্চলে ১০ হাজার হেক্টর জমি জুরে এই দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০০ জন ফায়ার ফাইটার।




(ওএস/এস/মে০৫,২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test