E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিঙ্গাপুরে গ্রেফতার ৬ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ গঠন

২০১৬ মে ২৭ ১৬:৩৬:৪০
সিঙ্গাপুরে গ্রেফতার ৬ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক : গত এপ্রিলে সিঙ্গাপুরে গ্রেফতার ছয় বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ যোগানের অভিযোগ গঠন করেছেন স্থানীয় একটি আদালত।

শুক্রবার অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের (আইএসএ) আওতায় তাদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়।

দুপুর ২টার দিকে পৃথক তিনটি সশস্ত্র সাঁজোয়া যানে করে তাদের আদালতে তোলা হয়।

এ ছয়জন হলেন- মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), রুবেল মিয়া (২৬), দৌলত জামান (৩৪), হাজি নুরুল ইসলাম সওদাগর ওরফে মো. জাবেদ কায়সার (৩০) ও ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হাওলাদার (২৯)।

মিজানুর রহমান এই ছয়জনের মধ্যে প্রধান বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সিঙ্গাপুর পুলিশের এক মুখপাত্র বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের আওতায় এই ছয়জনকে আদালতে তোলা হয়েছে।

এর আগে গত ৩ মে আট বাংলাদেশিকে আটকের কথা প্রকাশ করে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তাদের দেওয়া বিবৃতিতে বলা হয়, গত এপ্রিলে এই আটজনকে আটক করা হয়। এর আগে মার্চেও ৫ জনকে আটক করে দেশটির পুলিশ।

জঙ্গি সম্পৃক্ততা ও বাংলাদেশে গুপ্তহত্যার পরিকল্পনা করার অভিযোগে আটকদের মধ্যে গত ২৯ এপ্রিল পাঁচজনকে ফেরত পাঠানো হয়।

পরে ৩ মে দুপুরে তাদেরও ঢাকায় বনশ্রীর একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করে পুলিশের কাউন্টার ইন্টিলিজেন্স ইউনিটের সদস্যরা।

সিঙ্গাপুর পুলিশ জানায়, আটক ছয় বাংলাদেশির পরিকল্পনা ছিলো- দেশে ফিরে সরকারকে উৎখাত করে ইরাক ও সিরিয়ায় আইএস ঘোষিত কথিত খেলাফত প্রতিষ্ঠা করা।

ছয়জনের মধ্যে রুবেল মিয়া ও জাবেদের বিরুদ্ধে ওই আইনের আওতায় সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ আনা হয়েছে।

আর মামুন ছ‍াড়া বাকিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। পরবর্তী সে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মে।

মামুনের জন্যে ৯ জুন একটি প্রাথমিক শুনানির সময় নির্ধারণ করেছে দেশটির একটি আদালত।

(ওএস/এএস/মে ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test