E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভেনিজুয়েলায় ১১ জনকে গুলি করে হত্যা

২০১৬ মে ৩০ ০৯:৫১:৪৪
ভেনিজুয়েলায় ১১ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :বন্দুকধারীদের গুলিতে ভেনিজুয়েলার টুরিল্লোজো প্রদেশে তিন কিশোর ও এক কলম্বিয়ান নাগরিকসহ ১১ জন নিহত হয়েছেন। দেশটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানায়, বন্দুকধারীরা গাড়ি ও মোটরসাইকেলে এসে হঠাৎ গুলি করা শুরু করে। তারপর সেই গাড়ি ও মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়।

দেশটির এনজিও গুলো জানায়, তেলের দাম কমে যাওয়ায় সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে ভেনিজুয়েলার অভ্যন্তরে অপরাধের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। ভেনিজুয়েলার 'অবজারভেটরি অব ভায়োলেন্স' নাম অপরাধ প্রবণতা নিয়ে কাজ করা গোষ্ঠীর প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালে ২৪ হাজার ৯৮০ জন মারা যায় সহিংসতায়। দেশটিতে ২০১৩ সালে প্রতি লাখে ৭৯ জন সহিংসতায় মারা যেত, বর্তমানে লাখে ৮২ জন মানুষ মারা যাচ্ছে সহিংসতায়।

এনজিও গুলো জানায়, সাধারণত কোন দেশে যুদ্ধ চললে এত পরিমাণে মৃত্যু হয়।

এদিকে দেশটির সরকার দাবি করছে, সহিংসতায় মৃত্যু হার যা বলা হয়েছে তার থেকে আরো কম। বিবিসি।

(ওএস/এস/মে ৩১,২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test