E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মমতার রাজ্যে নির্বাচন বাতিল হতে পারে

২০১৪ এপ্রিল ০৮ ১৩:৪৩:৩৬
মমতার রাজ্যে নির্বাচন বাতিল হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : এনডিটিভি ভারতের নির্বাচন কমিশনের বরাত দিয়ে জানিয়েছে, মমতা কমিশনের আদেশ না মানলে পশ্চিমবঙ্গে অর্থাৎ তার রাজ্যের লোকসভা নির্বাচন বাতিল করা হতে পারে।

ভারতের পশ্চিমবঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে নির্বাচন কমিশন ও প্রাদেশিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে ওই প্রদেশের পুলিশের পাঁচ সুপারিন্টেন্ডেট, একজন জেলা প্রশাসক ও দুইজন অতিরিক্ত জেলা প্রশাসককে বদলির আদেশ দেয় নির্বাচন কমিশন।

কমিশনের এই আদেশ প্রত্যাখান করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি সোমবার বলেন, আমি ক্ষমতায় থাকতে নির্বাচন কমিশন কাউকে বদলি করতে পারবে না।

মমতার এ বক্তব্যের পর মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্র জানায়, আমরা আমাদের আদেশ মানার জন্য অপেক্ষা করব। যদি কর্মকর্তাদের বদলি করা না হয়, তাহলে পশ্চিমবঙ্গে নির্বাচন বাতিল করা হতে পারে।

নির্বাচনের পঞ্চম ধাপে আগামী ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মমতা বলেছিলেন, কীভাবে নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই অফিসারদের বদলি ও নতুন অফিসারদের নাম ঘোষণা করেন?

তিনি আরো বলেন, আপনারা (কমিশন) কংগ্রেসকে জেতাতে, বিজেপিকে জেতাতে তাদের কথা শোনেন। আপনাদের আমার পদত্যাগপত্র গ্রহণ করতে হবে। আমি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় একজন অফিসারকেও বদলি হতে দেব না। আপনারা কোনটা পছন্দ করেন?

নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের রদবদল ভারতের রাজনীতিতে নতুন কোনো ঘটনা নয়৷ এর আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত দেশটির কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কমিশনের আদেশের বিরুদ্ধে এভাবে বিদ্রোহ করেননি৷

(ওএস/এটি/ এপ্রিল ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test