E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিমানে কুকুরের মল ত্যাগ, জরুরি অবতরণ

২০১৪ জুন ০৮ ১৭:২৫:৩৬
বিমানে কুকুরের মল ত্যাগ, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার বিমান হারানোর পর মনে একটা অশান্তি নিয়ে বিমানে চড়েন যাত্রীরা। এবার ফিলাডেলফিয়াভিত্তিক ইউএস এয়ারওয়েজের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে চারদিকে আতঙ্ক ছড়িয়ে দিলো।

যেনো প্রাণে বাঁচা গেলো, এমনভাবে দৌড়ে বের হলেন যাত্রীরা। গত সপ্তাহের বুধবার মিসৌরির কানসাস সিটিতে জরুরি অবতরণের পর দুই ঘণ্টা অপেক্ষা করতে হয় বিপদ কেটে যেতে।

আকাশে থাকা অবস্থাতেই এক যাত্রীর টুইটারে ছড়িয়ে পড়ে খবর। ইউএস এয়ারওয়েজের ফ্লাইট ৫৯৮ লস অ্যাঞ্জেলসে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে কুকুরের মলের তীব্র দুর্গন্ধের কারণে। এক যাত্রীর বিশাল এক কুকুর সবার অগোচরে মল ত্যাগ করে বসলো বিমানে। সময় গড়াতেই বাজে গন্ধে সবার নাক কুঁচকে উঠলো, জানান এক যাত্রী ক্রিসল।

আরেক যাত্রী ম্যাকগিল জানান, ফ্লাইট অ্যাটেনডেন্ট দৌড়ে এসে কোনোরকম নোংরা পরিষ্কার করে দিলেন। কিন্তু কুকুরে মলের গন্ধ সহজে যেতে চায় না। সুগন্ধি এবং এয়ার স্প্রে ব্যবহার করা হলো প্রচুর। কিছুক্ষণ পর আবারো একই কাজ করে বসলো কুকুরটা। পরের ধকল সামলানোর আগেই ফুরিয়ে গেলো পরিষ্কার করার উপকরণ এবং এয়ার স্প্রে।

ঘণ্টা খানেকের মধ্যে কয়েকজন গন্ধে অসুস্থ বোধ করলেন। বমি করে ভাসালেন কয়েকজন। অবশেষে নরক যন্ত্রণা থেকে বাঁচতে পাইলট এসে জরুরি অবতরণের ঘোষণা দিলেন।

এ ঘটনার পর কুকুরের মালিক সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং সবার ঠিকানা চেয়েছেন গিফটকার্ড পাঠানোর জন্য। সূত্র : ফক্স নিউজ

(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test