E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬

২০১৬ আগস্ট ২৪ ১৩:৪৪:০১
ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে শক্তিশলী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির অ্যাকুমোলি শহরের বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকা পড়েছেন আরও অনেকেই। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোনো সুনামি সতকর্তা নেই।

মঙ্গলবার স্থানীয় সময় দিনগত রাত সাড়ে ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির অ্যাকুমোলি শহরের মেয়র।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির পেরুগিয়া শহর থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে, আমেত্রিকার আমব্রেইন শহরের মেয়র সারজিও পেরোজি জানান, ভূমিকম্পে বেশ কিছু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এই ভূমিকম্পে রোম শহরসহ বিভিন্ন এলাকার অনেক ভবন ২০ সেকেন্ডের মতো কাঁপতে থাকে বলে খবরে বলা হয়।

এর আগে ২০১২ সালে দেশটির ইমিলিয়া রোমাংনো অঞ্চলে দু’টি ভূমিকম্পের অন্তত ২৩ জন নিহত হন। বাস্তুহারা হয়েছেন প্রায় ১৪ হাজার মানুষ।

(ওএস/এএস/আগস্ট ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test