E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version


এন্টার্কটিকা মহাদেশে পিরামিড!
 

২০১৬ নভেম্বর ২২ ১১:৫০:১৭
এন্টার্কটিকা মহাদেশে পিরামিড! 

আন্তর্জাতিক ডেস্ক :পৃথিবীর সাত মহাদেশের মধ্যে এন্টার্কটিকা একমাত্র মহাদেশ যেখানে কোনো মানুষের বাস নেই, আছে শুধু বরফ আর বরফ। কিন্তু গুগল আর্থের ইমেজের মাধ্যমে বিজ্ঞানীরা সেখানে প্রাচীন কিছু পিরামিড খুঁজে পাওয়ার কথা বলছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি সানের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল আর্থের ঐ ছবিতে যে কাঠামো ধরা পড়েছে সেটি মিসরের গিজাতে অবস্থিত পিরামিড আকৃতির। এরকম তিনটি কাঠামোর ছবি পাওয়া গেছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, এখানে হয়তো আগে মানুষের বাস ছিল।


তিনটি পিরামিডের মধ্যে দুইটি উপকূল থেকে প্রায় ১০ মাইল ভিতরে কিন্তু অন্যটি উপকূলের কাছে অবস্থিত।

বিজ্ঞানীদের ধারণা, এন্টার্কটিকা মহাদেশ বর্তমানে বরফাচ্ছন্ন থাকলেও হাজার হাজার বছর আগে উষ্ণ ছিল।

২০০৯ সালে বিজ্ঞানীরা এন্টার্কটিকাতে ফুলের পরাগ আবিষ্কার করেছিলেন। তারা বলেছেন, এখানে একসময় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছিল।

এরপর ২০১২ সালে নেভাদার ডেজার্ট রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পূর্ব এন্টার্কটিকার লেক ভিদাতে ৩২ প্রজাতির ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন।তাদের ভাষ্যে, এটাতে বোঝা যায়, আজকের আবহাওয়ার থেকে প্রাচীনকালে এখানকার আবহাওয়া ভিন্ন ছিল।


এর আগে ডক্টর ভানেসা বাউম্যান বলেছেন, আমরা যদি ১০ কোটি বছর আগে যাই তবে এন্টার্কটিকাতে রেইন ফরেস্ট ছিল যা এখন নিউজিল্যান্ডে আছে।

যদি সত্যিই বরফময় এন্টার্কটিকাতে পিরামিড আকৃতির ঐ কাঠামো আবিষ্কৃত হয় তবে সেটি আমাদের মানব সভ্যতার ইতিহাসকে পরিবর্তন করে দিতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।









(ওএস/এস/নভেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test