E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশে 'সুপেয় পানির সহজলভ্যতা' চ্যালেঞ্জের মুখোমুখি

২০১৬ নভেম্বর ২৩ ১৩:২৭:৫১
বাংলাদেশে 'সুপেয় পানির সহজলভ্যতা' চ্যালেঞ্জের মুখোমুখি

নিউইয়র্ক প্রতিনিধি: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে “পানি, শান্তি ও নিরাপত্তা” বিষয়ে ওপেন ডিবেটে দেয়া বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ এমপি বলেছেন, বাংলাদেশ সর্বদাই সুপেয় পানির সহজলভ্যতার চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। বিশেষ করে খরা মৌসুমে এটি বাংলাদেশের জন্য বড় একটি সংকট।

স্থানীয় সময় ২২ নভেম্বর মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে “পানি, শান্তি ও নিরাপত্তা”র উপর এক ওপেন ডিবেটে বক্তব্য দেন মাহজাবিন খালেদ এমপি।

মাহজাবিন খালেদ এমপি তাঁর বক্তব্যে বলেন, পানিকে আমরা আমাদের অর্থনীতি, পরিবেশ, প্রতিবেশ এবং সংস্কৃতির একটি অত্যাবশ্যক ও টেকসই শক্তি বলে মনে করি। জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে দাড়িয়ে নদীবাহিত নিম্ন বদ্বীপের দেশ হিসেবে আমরা সর্বদাই সুপেয় পানির সহজলভ্যতার চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। বিশেষ করে খরা মৌসুমে এটি আমাদের জন্য বড় একটি সংকট।

সংসদ সদস্য আরও বলেন, এসকল চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমানে বাংলাদেশের ৯৮% মানুষ নিরাপদ পানি এবং ৬৫% এর বেশী মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধা পাচ্ছে।

আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য “বুদাপেষ্ট ওয়াটার সামিট ২০১৬” তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করবেন যেখানে পানিসম্পদের কার্যকর পরিচালন পদ্ধতি ও ব্যবস্থাপনা, স্বল্প পানি ব্যবহার উপযোগী প্রযুক্তি ও শস্যের সমব্যবহার নিশ্চিত করা এবং অভিন্ন নদী অববাহিকার সমন্বিত ব্যবস্থাপনা সৃষ্টির লক্ষে বাংলাদেশ ভূমিকা রাখবে মর্মে এম.পি মাহজাবিন তাঁর বক্তব্যে তুলে ধরেন।

সম্প্রতি মরক্কোর মারাকাসে কপ-২২ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পানি সম্পদের গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য এসডিজি-৬ এর আওতায় পানি বিষয়ক একটি বিশেষ বৈশ্বিক তহবিল গঠনের কথা বলেছেন মর্মে এম.পি মাহজাবিন নিরাপত্তা পরিষদে তাঁর দেওয়া বক্তব্যে উল্লেখ করেন।

পানিসম্পদ জাতিসংঘের শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং উন্নয়নমূলক কাজের তিনটি স্তম্ভের জন্য গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সমগ্র মানবতার জন্য একটি “পানি নিরাপদ বিশ্ব” গড়ে তুলতে বাংলাদেশ সর্বদাই আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোন প্রচেষ্টায় সামনে থেকে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ মর্মে এম.পি মাহজাবিন প্রত্যয় ব্যক্ত করেন।

সংসদ সদস্য মাহজাবিন খালেদ জাতিসংঘের চলতি ৭১তম অধিবেশনের বিভিন্ন কমিটির কার্যক্রমে অংশগ্রহণ উপলক্ষে সরকারি সফরে নিউইয়র্কে অবস্থান করছেন।








(এসেএইচএস/এস/নভেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test