E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রাচীন শহরের খোঁজ মিলেছে মিশরে

২০১৬ নভেম্বর ২৫ ১২:০৪:০৮
প্রাচীন শহরের খোঁজ মিলেছে মিশরে

আন্তর্জাতিক ডেস্ক :মিশরের প্রত্নতত্ত্ববিদরা বলছেন, তারা এমন এক শহর আবিষ্কার করেছেন যেটি ৫০০০ বছরের বেশি প্রাচীন।

এই শহরে বাড়িঘর, মানুষের ব্যবহৃত জিনিসপত্র এবং বহু কবর খুঁজে পেয়েছেন বলে তারা বলছেন।

নীল নদের পাশে মিশরের অ্যাবিডস এলাকায় সেটি দেবীর মন্দিরের কাছাকাছি জায়গায় এই শহরটির অবস্থান বলে প্রত্নতত্ত্ববিদরা দাবি করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধি তৈরি করতেন এমন ব্যক্তিদের কবর রয়েছে এই শহরে।

এর মধ্যে ১৫টি কবর রয়েছে যেগুলো দেখে ধারণা করা যায় যে মৃতদের সামাজিক অবস্থান ঐ শহরের অন্যান্য বাসিন্দাদের চেয়ে বেশি ছিল।


প্রত্নতত্ত্ববিদরা বলছেন, তারা এমন সব প্রমাণ পেয়েছেন যা থেকে তারা ধারণা করতে পারছেন যে প্রাচীন মিশরে গোড়ার দিকে শহরটি জমজমাট হয়ে উঠেছিল।

নতুন এক প্রাচীন শহরে এমন এক সময়ে আবিষ্কৃত হলো যখন মিশর তার পর্যটন খাতকে চাঙ্গা করার চেষ্টা করছে।

২০১১ সালে হোসনি মুবারকের ক্ষমতাচ্যুতির পর থেকে যে সহিংস গোলযোগ শুরু হয়েছে তাতে মিশরের পর্যটনশিল্প দারুণ ক্ষতির মুখে পড়েছে।বিবিসি





(ওএস/এস/নভেম্বর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test