E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বের নবম ক্ষমতাধর ব্যক্তি মোদি

২০১৬ ডিসেম্বর ১৫ ১৩:৫৩:১৪
বিশ্বের নবম ক্ষমতাধর ব্যক্তি মোদি

আন্তর্জাতিক ডেস্ক : নোট বাতিলের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বেশ সমালোচনার শিকার হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যেই আন্তর্জাতিক মহলে ফের নজির তৈরি করলেন তিনি। একটুর জন্য টাইম পত্রিকার বর্ষসেরা হওয়ার সুযোগ হারিয়েছিলেন। কিন্তু সেই না পাওয়ার খেদ মিটে গেলো ফোর্বস-এর হাত ধরে।

ফোর্বসের তালিকায় বিশ্বের ৭৪ জন ক্ষমতাশালী ব্যক্তির তালিকায় নবম স্থানে জায়গা করে নিয়েছেন মোদি। পেছনে ফেলেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও। মোদির জনপ্রিয়তা নিয়ে পত্রিকায় বলা হয়েছে, ‘১৩০ কোটি মানুষের কাছে আজও সমান জনপ্রিয় মোদি। ২০১৬ সালে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে দুর্নীতিমুক্ত ভারত গড়ার ডাক দিয়ে আলোড়ন ফেলেছেন তিনি।’

পত্রিকায় আরো বলা হয়েছে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজেকে বিশ্বমানের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তিনি। জলবায়ু সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক ক্ষেত্রেও নজর কেড়েছেন মোদি।

ফোর্বসের ওই তালিকার শীর্ষে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে টানা চতুর্থবার সবচেয়ে ক্ষমতাশালী নেতার খেতাব জিতলেন তিনি। তার সম্পর্কে বলা হয়েছে, ‘রাশিয়াকে পৃথিবীর সব প্রান্তে পৌঁছে দিয়েছেন ৬৪ বছর বয়সী এই নেতা। সিরিয়া হোক বা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন তার প্রভাব অস্বীকার করার উপায় নেই।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় স্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন পোপ ফ্রান্সিস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ যথাক্রমে সপ্তম ও দশম স্থানে রয়েছেন।

এছাড়া তালিকার ২৩তম অবস্থানে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। অ্যাপল প্রধান টিম কুক রয়েছেন ৩২তম স্থানে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন রয়েছেন ৪৩তম স্থানে। ওই তালিকায় তুলনামূলকভাবে অনেক নীচে ঠাঁই পেয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ৪৮তম স্থান পেয়েছেন তিনি। তবে অবাক হলেও সত্য যে এই তালিকায় জায়গা করে নিয়েছেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের প্রধান আবু বকর আল বাগদাদী। তালিকার ৫৭তম স্থানে তার নাম রয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test