E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রোহিঙ্গা সংকট সবাই মিলে সমাধান করা উচিত’

২০১৬ ডিসেম্বর ১৯ ১৭:২৮:২৪
‘রোহিঙ্গা সংকট সবাই মিলে সমাধান করা উচিত’

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ দেশের আঞ্চলিক জোট আসিয়ানকে রাখাইনের নৃশংস হত্যাযজ্ঞ তদন্তের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে মিয়ানমারে মুসলমানদের দুর্দশাকে আঞ্চলিক উদ্বেগের বিষয় উল্লেখ করে রোহিঙ্গাদের কাছে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসিয়ানকে সমন্বয় করার আহ্বান জানিয়েছে দেশটি।  

সোমবার ইয়াঙ্গুনে ১০ জাতিগোষ্ঠীর এই জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মালিয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান ওই আহ্বান জানান।

এর আগে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা, ধর্ষণ ও গণগ্রেফতারের বিরুদ্ধে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ও বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্বেগের পর মিয়ানমারের নেত্রী অং সান সু চি ইয়াঙ্গুনে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকেন।

ইয়াঙ্গুনে আসিয়ানের বৈঠকে আনিফাহ আমান বলেন, আমরা বিশ্বাস করি যে, রাখাইনের পরিস্থিতি একটি আঞ্চলিক উদ্বেগজনক বিষয় এবং সবাই মিলে এর সমাধান করা উচিত।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা নিধনের অভিযোগ আনা হলেও দেশটি বরাবরই তা নাকচ করে দিয়ে আসছে। সু চি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন সরকার বলছে, রোহিঙ্গাদের নিয়ে যেসব প্রতিবেদন করা হচ্ছে তার অনেকগুলোই মনগড়া এবং এর ফলে রাখাইনে বসবাসকারীদের মধ্যে সহিংসতা আরো বাড়বে; যেখানে অনেক রোহিঙ্গা বসবাস করেন। এটি অভ্যন্তরীন বিষয়।

এদিকে, রোহিঙ্গা সংকট নিয়ে আঞ্চলিক ও কূটনৈতিক চাপের মুখে মিয়ানমার সরকার চলতি সপ্তাহে ওই অঞ্চলে একটি মিডিয়া প্রতিনিধিদলকে পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test