E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মালয়েশিয়ায় মানবপাচার চক্রের হাত থেকে ৫৯ বাংলাদেশি উদ্ধার

২০১৬ ডিসেম্বর ২১ ১১:৩৪:৩৪
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের হাত থেকে ৫৯ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :মালয়েশিয়ায় মানবপাচার চক্রের হাত থেকে ৫৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন পুলিশ। মালয়েশিয়ার পত্রিকা দ্য নিউ স্ট্রেট টাইমস জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪ টার দিকে ডেসা পেতালিং এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে পুলিশ। এদের সঙ্গে পাচারকারী চক্রের সদস্য হিসেবে এক বাংলাদেশিকেও আটক করা হয়েছে।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দেতুক সেরি মুস্তাফার আলী সোমবার সংবাদ মাধ্যমকে জানান, ভোরে ডেসা পেতালিংয়ের দুটি ভবনে পুলিশের একটি দল অভিযান চালায়।

তদন্তের স্বার্থে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি উদ্ধার হওয়া বাংলাদেশি কর্মীদের আনা-নেওয়ার কাজে সহযোগিতা করেছেন।

মহাপরিচালক গতকাল মঙ্গলবার জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র আগে থেকেই নিয়ে নেয় পাচারকারী চক্র। তাদের মোবাইলে কথা বলারও সুযোগ দেওয়া হয়নি। এমনকি তাদের কথা না শুনলে ক্ষতি করারও হুমকি দেওয়া হয়।

(ওএস/এস/ডিসেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test