E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৯৩ শতাংশ পরমাণু বোমা আমেরিকা ও রাশিয়ার হাতে

২০১৪ জুন ১৬ ১৪:১৯:৪০
৯৩ শতাংশ পরমাণু বোমা আমেরিকা ও রাশিয়ার হাতে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের মোট পরমাণু বোমার ৯৩ শতাংশের বেশি রয়েছে আমেরিকা ও রাশিয়ার হাতে। সুইডেনভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট বা এসআইপিআরআই আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২০১১ সালে বিশ্বে পরমাণু বোমার সংখ্যা ২০৭০টি কমে ২০,৫৩০এ দাঁড়ালেও ২০১৩ সালে এ মাত্র ৯৩০টি হ্রাস পেয়ে এ বোমার সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৩০০।

চলতি বছরের গোড়ার দিকে আমেরিকার অস্ত্র ভা-ারে ৭৩০০ ও রাশিয়ার ৮০০০টি পরমাণু বোমা ছিল। এই দুই দেশ পরমাণু বোমার সংখ্যা হ্রাস করলেও ব্রিটেন এবং ফ্রান্স তা করে নি। ব্রিটেনের ২২৫ এবং ফ্রান্সের ৩০০টি পরমাণু বোমা রয়েছে বলে এ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, চলতি বছরের গোড়ার দিকে চীনের ২৫০, পাকিস্তানের ১০০ থেকে ১২০ এবং ভারতে ৯০ থেকে ১১০টি বোমা ছিল। এ ছাড়া উত্তর কোরিয়ার কাছে ছয় থেকে আটটি পরমাণু বোমা রয়েছে বলে মনে করছে এসআইপিআরআই।


(ওএস/এটিআর/জুন ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test