E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ট্রাম্পের লক্ষ্য এবার পাকিস্তান

২০১৭ জানুয়ারি ৩০ ১৮:৫২:৪৩
ট্রাম্পের লক্ষ্য এবার পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে অসীন হবার পর সাতটি মুসলিম দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন। এখানেই শেষ না, তবে তিনি আরো কয়েকটি দেশের উপর একই ধরনের নিষেধাজ্ঞা জারি করার জন্য চিন্তা করছেন। সবার আগে এবার পাকিস্তানের নাম আসছে।

রবিবার হোয়াইট হাউজের চিপ অব স্টাফ রাইন্স প্রিবাস জানান, ট্রাম্প আরো কয়েকটি দেশ যারা জঙ্গিদের প্রতি তেমন একটা পদক্ষেপ নিচ্ছে না তাদেরও একটা তালিকা তৈরি করেছে। পাকিস্তানের মত আরো কয়েকটি দেশ আছে যাদের নিরাপত্তার বিষয়টা তিনি খাতিয়ে দেখছেন। তবে এখনই নয় ভবিষ্যতে এই দেশগুলোর বিরুদ্ধে আরো কঠিন বা একই ধরনের পদক্ষেপ নিতে চান।

সন্ত্রাসী তৎপরতার অজুহাত দেখিয়ে ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করেন নব্য ক্ষমতায় আসা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। একই সাথে ১২০ দিনের জন্য সকল ধরনের শরনার্থী কর্মসূচি থেকে বিরত থাকবে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা থাকায় অনেক দেশের নাগরিকদেরকে বিমান বন্দরে আটক করা হয়।

এই ঘটনায় পাকিস্তানও তোপের মুখে পড়েছে। এই ঘটনার পরই ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের উপর নিষেধাজ্ঞা জারি করে, তথন আমরা যুক্তরাষ্ট্রের উপরও নিষেধাজ্ঞা জারি করব। ট্রাম্প যদি এই ধরনের কোন পদক্ষেপ জারি করে পাকিস্তানের উপর তাহলে পাকিস্তানের কোন ক্ষতি হবে না।

(ওএস/এসএস/এএস/জানুয়ারি ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test