E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সবাই দাঁড়িয়ে ভিডিও করলো, ছেলেটি মারা গেল

২০১৭ ফেব্রুয়ারি ০৩ ১১:৩৯:২৫
সবাই দাঁড়িয়ে ভিডিও করলো, ছেলেটি মারা গেল

আন্তর্জাতিক ডেস্ক :দুর্ঘটনা কবলিত এক কিশোরের রাস্তায় পড়ে থাকার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে ভারতে। ওই কিশোরের আশপাশের লোকজনের নির্লিপ্ত আচরণে এখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন অনেকে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লোকজন আহত কিশোরের চারপাশে ভিড় জমিয়ে তার ছবি তুললেও, ভিডিও করলেও কেউ তাকে সাহায্য করেননি।

১৭ বছর বয়সী আনোয়ার আলী নামে ওই কিশোরের বাইসাইকেলটিকে কর্ণাটক রাজ্যে একটি বাস চাপা দেয়। দুর্ঘটনার প্রায় আধা ঘণ্টা পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অতিরিক্ত রক্ষক্ষরণে ওই কিশোরের মৃত্যু হয়। চিকিৎসকরা বলছেন, আরও আগে যদি তাকে হাসপাতালে নিয়ে আসা হতো তবে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।

কর্ণাটকের কোপ্পাল জেলার এই ঘটনায় স্পষ্ট হয়েছে, সড়ক দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে মানুষ কতটা উদাসীন। পুলিশি ঝামেলাকে এর জন্য দায়ী বলে মনে করেন অনেকে। আদালতে সাক্ষী হওয়ার ভয়ও কাজ করে অনেকের মধ্যে।

গত বছর মে মাসে ভারতের সুপ্রিম কোর্ট একটি রুল জারি করে যেখানে বলা হয়, সাহায্যকারীকে হয়রানি করা যাবে না। সড়ক দুর্ঘটনায় আহতদের সাহায্যকারীকে হয়রানি করা যাবে না বলে একটি আইন কর্ণাটকেও রয়েছে।

তবে বলা হচ্ছে, এ বিষয়টি অনেকেই জানেন না এবং জানলেও পুলিশকে তারা বিশ্বাস করতে পারেন না। বিবিসি।
(ওএস/এস/ফেব্রুয়ারি ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test