E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীলঙ্কায় সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩

২০১৪ জুন ১৭ ১০:১৫:১৭
শ্রীলঙ্কায় সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে সোমবার রাতে উপকূলীয় পর্যটন শহর আলুথগামা ও বেরুওয়ালায় বৌদ্ধ সন্যাসী ও সংখ্যালঘু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় তিন জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন প্রায় ৭৮ জন।

শ্রীলঙ্কার বিচারমন্ত্রী রউফ হাকিম সংবাদ মাধ্যমের কাছে এ সহিংসতা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

এদিকে, সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে ওই দুই শহরে রবিবার কারফিউ জারি করা হয়েছে এবং তা এখনো বলবৎ রয়েছে। পরিস্থিতির আরো অবনতির আশঙ্কায় সেখানে এক হাজারেরও বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

গত রবিবার মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদের অগ্নিসংযোগ এবং ভাঙচুর করে বৌদ্ধরা। তারা মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর লুট করে বলেও অভিযোগ করেছেন মুসলিম কাউন্সিল অব শ্রীলঙ্কার মুখপাত্র হিলমি আহমেদ।

পার্শ্ববর্তী লাথুগানা শহরেও সহিংসতা ছড়িয়ে পড়ছে বলে আন্তর্জাতিক সংবাদগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।

(ওস/জেএ/জুন ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test