E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিরাপত্তা উপদেষ্টার খোঁজে ট্রাম্প

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১১:৪৫:০১
নিরাপত্তা উপদেষ্টার খোঁজে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার খোঁজ করছেন।  ট্রাম্প নিরাপত্তা উপদেষ্টার পদে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়।

প্রাথমিকভাবে নিরাপত্তা উপদেষ্টার পদে চার প্রার্থী বাছাই করেছেট্রাম্প । এরা হলেন বর্তমান ভারপ্রাপ্ত উপদেষ্টা কিথ কেলগ, জাতিসংঘে সাবেক মার্কিন দূত জন বোল্টন, লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ক্যাসলেন ও লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার।

ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে আইনবহির্ভূতভাবে ফোনে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে কথা বলেছিলেন মাইকেল ফ্লিন। বিষয়টি প্রকাশ হয়ে পড়লে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ ছাড়তে বাধ্য হন তিনি।

এরপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার শূন্য পদে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ডকে মনোনয়ন দিতে আগ্রহী ছিলেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন হারওয়ার্ড। এ বিষয়ে হারওয়ার্ড সংবাদমাধ্যমকে নিজের পারিবারিক ও আর্থিক দায়দায়িত্ব-সংক্রান্ত কারণ উল্লেখ করেছেন।

তবে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, জাতীয় নিরাপত্তা পরিষদ নীতিনির্ধারণের দায়িত্বে থাকবে—এই মর্মে কোনো নিশ্চয়তা না পাওয়াতেই পিছিয়ে গেছেন হারওয়ার্ড।

বিশেষজ্ঞরা বলছেন, হারওয়ার্ডের এই প্রত্যাখ্যান ট্রাম্পকে আপাতত অসহায় করে দিয়েছে। কারণ, এই মুহূর্তে ফ্লিনের কোনো বিকল্প তাঁর কাছে নেই।

তবে সাংবাদিকদের কাছে গত শনিবার ট্রাম্প দাবি করেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ গ্রহণে আগ্রহী—এমন অনেক প্রার্থী তাঁর খোঁজে আছে।

(ওএস/এসএস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test