E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কঙ্গোয় জাতিগত হামলায় নিহত ২৫

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১২:৪৭:০৮
কঙ্গোয় জাতিগত হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে জাতিগত নান্দে সম্প্রদায়ের মিলিশিয়াদের হামলায় ২৫ বেসামরিক লোক নিহত হয়েছে। এদের প্রায় সকলকেই চাপাতি দিয়ে শিরশ্ছেদ করা হয়েছে।

নর্থ কিভু প্রদেশের গভর্নরের স্থানীয় প্রতিনিধি ফ্রান্সিস বাকুন্দাকাবো বলেন, কিয়াঘালা গ্রাম ও এর আশপাশের এলাকায় মিলিশিয়া সংগঠন মাই-মাই মাজেম্বের সদস্যরা চাপাতি দিয়ে ২৫ বেসামরিক লোককে শিরশ্ছেদ করেছে। নিহতদের সকলেই হুতু সম্প্রদায়ের বেসামরিক।

তিনি বলেন, স্থানীয় সময় শনিবার ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।
সুশীল সমাজের স্থানীয় প্রতিনিধি হোপ কুবুয়া বলেন, নিহতদের মধ্যে ২৪ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে ও এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে নান্দে ও হুতু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং নর্থ কিভুর মধ্যাঞ্চলীয় গ্রামগুলোতে উভয়পক্ষই প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছে।

(ওএস/এসএস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test