E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মসুল উদ্ধারে চূড়ান্ত অভিযান

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১৪:০৯:৩১
মসুল উদ্ধারে চূড়ান্ত অভিযান

আন্তর্জাতিক ডেস্ক: মসুলকে আইএস-এর হাত থেকে সম্পূর্ণ মুক্ত করতে ইরাকে রবিবার ভোর থেকে চূড়ান্ত অভিযান শুরু হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দর আল-আবাদি নিজেই মসুল পুনরুদ্ধারে ইরাকি সেনা যভফরনউা চূড়ান্ত অভিযান শুরুর কথা ঘোষণা করেন। এর পর রবিবার ভোর থেকেই ইরাকের সশস্ত্র বাহিনী মসুলের পশ্চিমাংশ ঘিরে ফেলতে শুরু করে। শ’য়ে শ’য়ে সাঁজোয়া গাড়িকে মরুভূমি পেরিয়ে মসুলের পশ্চিম সীমান্তে ভিড় জমাতে দেখা গেছে। শুরু হয়েছে বিমান হামলাও। মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী আকাশ পথে আক্রমণ শুরু করেছে।

মসুলের পূর্ব অংশ গত এক মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পুনরুদ্ধার করে নিয়েছে ইরাক। কিন্তু পশ্চিম অংশ এখনও আইএস-এর দখলে রয়েছে। বলা হয়ে থাকে ইরাকের এই এলাকা আইএস-এর শেষ শক্ত ঘাঁটি। যদি ইরাকি বাহিনী এই অংশ থেকে আইএস-কে উৎথাত করতে পারে, তাহলে ইরাক থেকে আইএস নিশ্চিহ্ন হয়ে যাবে।

আইএস-উৎখাতে যে বাহিনী ইরাকে যুদ্ধ করছে, সে বাহিনীতে ইরাকের সরকারি সেনা ছাড়াও রয়েছে শিয়া মিলিশিয়া এবং কুর্দ বাহিনী। মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন ফোর্স এই বাহিনীকে সব রকম সাহায্য করছে। রবিবার সকালে ইরাকি বাহিনী মসুলের পশ্চিমাংশ ঘিরে ফেলার পর কোয়ালিশন ফোর্সও বিমানহানা শুরু করে দিয়েছে। আইএস-এর ঘাঁটিগুলিকে চিহ্নিত করে আকাশ থেকে বোমা বর্ষণ শুরু করেছে তারা।

বাগদাদ সূত্রের খবর, অভিযানের শুরুতেই সাফল্য পেয়েছে ইরাকি বাহিনী। পশ্চিম মসুলের দক্ষিণ প্রান্তে অবস্থিত দু’টি গ্রাম প্রায় বিনা বাধায় দখল করে নিয়েছে তারা। এই দু’টি গ্রাম দখল করার সুবাদে আইএস-এর দখলে থাকা মসুল বিমানবন্দরের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ইরাকি সেনা।

তবে গ্রামগুলোর সব বাড়িই এখন ফাঁকা বলে জানা গিয়েছে। ইরাকি সেনা অভিযান চালাবে তা আইএস জানত। সেই কারণে যত বেশি সম্ভব সাধারণ নাগরিককে মসুলের ভিতরে জড়ো করেছে আইএস। শহরের মধ্যে এ ভাবে প্রায় ৬ লাখ ৫০ হাজার সাধারণ নাগরিককে আটকে রাখা হয়েছে।

এর ফলে ইরাকি সেনা এবং কোয়ালিশন ফোর্স বেপরোয়া আক্রমণ চালাতে পারবে না, কারণ সে ক্ষেত্রের বহু নিরীহ মানুষের প্রাণহানি হতে পারে। শহরকে ঘিরে ফেলার পর তাই খুব সাবধানে ভিতরের দিকে এগোতে শুরু করেছে ইরাকি সেনা। সাধারণ নাগরিকদের প্রাণহানি যাতে না হয়, সে বিষয়ে জাতিসংঘও সতর্কবার্তা দিয়েছে।

(ওএস/এসএস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test