E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকিস্তান মেনে নিল হাফিজ সইদ জঙ্গি

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১৮:৪২:১০
পাকিস্তান মেনে নিল হাফিজ সইদ জঙ্গি

আন্তজার্তিক ডেস্ক : সমস্ত বিশ্ব জুড়ে পাকিস্তান জঙ্গিদের আতুড় ঘর হিসাবে পরিচিত। বিভিন্ন দেশের জঙ্গিদের আশ্রয়দাতার তালিকাতেও চলে আসে পাকিস্তানের নাম। কিন্তু এবার এই নীতি থেকে বেরিয়ে আসল পাকিস্তান। জামাত উদ দাওয়া প্রধান হাফিজ সইদকে জঙ্গি বলে ঘোষণা দিল পাকিস্তান। হাফিজ সইদ ছাড়াও আরো ৫ জনের নামে গ্রেপ্তারি জারি করল দেশটি। আর তারপরেই পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে এই পদক্ষেপের প্রশংসা করে আমেরিকা।

সইদ ও তার কয়েকজন সহযোগীকে গৃহবন্দী করে রাখে পাকিস্তান। যে কোন সময় তাদের বিরুদ্ধে নেওয়া হতে পারে কঠোর ব্যবস্থা। ট্রাম্প প্রশাসনের চাপেই হয়ত এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ধারনা করছে কূটনীতিবীদরা।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশের সন্ত্রাস-দমন দফতর আজ জানিয়েছে, ইসলামাবাদের নির্দেশে সইদ ও চার জনের বিরুদ্ধে সন্ত্রাস-বিরোধী আইন প্রয়োগ করা হয়েছে। বাকিদের মধ্যে রয়েছে সইদের ঘনিষ্ঠ সহযোগী কাজি কাসিফ এবং অন্য চার জঙ্গি নেতা আব্দুল্লা ওবেইদ, জাফর ইকবাল ও আব্দুর রহমান আবিদ। পাক সরকার সূত্রে খবর, আগেই সইদ–সহ ৩৮ জনকে ‘এক্সিট কন্ট্রোল’ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমতি ছাড়া পাকিস্তান ছে়ড়ে যেতে পারবেন না। এবার সন্ত্রাস-বিরোধী আইন প্রয়োগ করায় সইদের সম্পত্তি, আর্থিক লেনদেন সম্পর্কে বিশদে তদন্ত করতে পারবে শরিফ সরকার।

সাউথ ব্লক সূত্রের মতে, শরিফ সরকার দিল্লির একটা বিশেষ আলোচনায় বসতে যাচ্ছে এবং তার আগে দেশের জঙ্গিদের বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান সরকার। কারণ জঙ্গি নিয়ন্ত্রণ না করতে পারলে ট্রাম্প সরকার যেকোন সময় পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। জঙ্গি নিয়ন্ত্রন না করে পাকিস্তান কাশ্মির নিয়ে ভারতসহ সমস্ত বিশ্বের সাথে আলোচনা করতে পারছে না। তাইতো এইবার জঙ্গি পালন থেকে দূরে থাক এই নীতিতে পাকিস্তানী সরকার। ভবিষ্যতেই দেখা যাবে পাকিস্তান জঙ্গি নিয়ন্ত্রণে কতটুকু সফল হয়!

(ওএস/এসএস/এএস/ফেব্রুয়ারি ২০,২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test