E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পারস্য রাজাদের কাছে অর্থ ছাড়া কিছুই নেই: ট্রাম্প

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ১৪:২৪:১৫
পারস্য রাজাদের কাছে অর্থ ছাড়া কিছুই নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব রাজা-বাদশাহদের কাছে অর্থ ছাড়া আর কিছুই নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় নিজ সমর্থকদের এক সমাবেশে এই মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্প বলেন, আমি সিরিয়া ও যুদ্ধ-কবলিত অন্য দেশগুলোতে নিরাপদ-অঞ্চল গঠন করতে চাই। এ জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোকেই খরচ যোগাতে হবে। কারণ, তাদের কাছে অর্থ ছাড়া তো আর কিছুই নেই। আমরা ওই দেশগুলোতে এসব নিরাপদ অঞ্চল গঠন করতে চাই যাতে এই দেশগুলোর মানুষ আমেরিকায় না এসে এইসব নিরাপদ অঞ্চলে বসবাস করে।

বিশ্লেষকরা বলছেন, পশ্চিম এশিয়ায় মার্কিন সরকারের প্রধান মিত্রদের সম্পর্কে ট্রাম্পের এই অবমাননামূলক মন্তব্য থেকেই বোঝা যায় মার্কিন পুঁজিপতিরা আরব রাজা-বাদশাহদের কোন্‌ চোখে দেখে থাকে। তাদের দৃষ্টিতে সৌদি আরব, কাতার ও আমিরাতের মত দেশগুলোর নিজস্ব সশস্ত্র বাহিনী নেই বললেই চলে এবং এই দেশগুলোর মানব-সম্পদের পরিমাণও খুব কম।

এর আগেও একজন মার্কিন লেখক এক বইয়ে লিখেছিলেন যে সৌদি রাজনীতিবিদদের কাছে অর্থ ও পেট্রো-ডলার ছাড়া অন্য কিছুই নেই।

গত কয়েক দশকে মিশর, তুরস্ক ও জর্দান ছাড়াও পশ্চিম এশিয়ায় ন্যাটো জোট ও মার্কিন স্বার্থ রক্ষার জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজতান্ত্রিক আরব সরকারগুলো হাজার হাজার কোটি ডলার অর্থ ব্যয় করেছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test