E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপনে মার্কিন জেনারেল জোসেফের সিরিয়া সফর

২০১৭ ফেব্রুয়ারি ২৫ ১৪:১০:২১
গোপনে মার্কিন জেনারেল জোসেফের সিরিয়া সফর

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল গোপনে উত্তরাঞ্চলীয় সিরিয়া সফর করেছেন। 

মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীগোষ্ঠীগুলোর সঙ্গে সাক্ষাতের জন্য এ সফর করেন তিনি। আরব দেশটিতে মার্কিন সেনা সংখ্যা আরো বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে বলে ঘোষণার মাত্র দু’দিনের মাথায় সিরিয়া গেলেন তিনি।

ইরাক এবং সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে আমেরিকার কথিত অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ভোটেল। সিরিয়ার অগ্রবর্তী নগরী কোবানি এবং রাকা গতকাল গোপনে সফর করেন তিনি। এ সময়ে কুর্দি এবং আরব সশস্ত্রগোষ্ঠীর জোট কথিত সিরিয়ার ডেমোক্রেসি ফোর্সেস বা এসডিএফের কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক কয়েক ঘণ্টা ধরে চলেছে বলে জানিয়েছেন এসডিএফের মুখপাত্র তালাল সেল্লো। এতে রাকা অভিযান এবং মার্কিন সহযোগিতা বিস্তারের বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া, রাকা পরিস্থিতি নিয়ে তুর্কি কর্মকর্তাদের সঙ্গেও ভোটেল আলোচনা করেছেন বলে জানান হয়েছে। ওয়াশিংটনের সঙ্গে এসডিএফের সম্পর্কের বিষয়ে নাখোশ হয়ে আছে তুর্কি। এসডিএফের সহায়তা ছাড়াই রাকা দখলের বিকল্প পরিকল্পনা তুর্কি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

ভোটেলের এ সফরের সময়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিরিয়ায় আরো মার্কিন সেনা মোতায়েন প্রয়োজন বলে বুধবার ঘোষণা করেন তিনি। মার্কিন মদদপুষ্ট সশস্ত্রগোষ্ঠীরগুলোর অগ্রাভিযান এবং যুদ্ধ সক্ষমতা বাড়ানোর জন্য এ মোতায়েন প্রয়োজন হয়ে পড়েছে বলে মনে করেন তিনি।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test