E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মার্কিন হ্যাকিং বিশ্বকে ‘ভয়াবহ’ বিপদের দিকে ঠেলে দিচ্ছে’

২০১৭ মার্চ ১১ ১২:২০:৫৭
‘মার্কিন হ্যাকিং বিশ্বকে ‘ভয়াবহ’ বিপদের দিকে ঠেলে দিচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র হ্যাকিং কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার পর রাশিয়া কঠোর প্রতিক্রিয়ায় বলেছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে এ ব্যাপারে অবশ্যই জবাবদিহী করতে হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রকাশিত তথ্য সত্য হয়ে থাকলে উপযুক্ত দলিল-প্রমাণ উপস্থাপন করে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোকে এ ব্যাপারে পূর্ণ ও যথাযথ ব্যাখ্যা দিতে হবে।

তিনি আরো বলেন, এ তথ্য যদি সত্যি হয় তাহলে তা গোটা বিশ্ব এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

গত ৭ মার্চ অনুসন্ধানমূলক ওয়েবসাইট উইকিলিক্স এমন কিছু গোপন দলিল ফাঁস করেছে যেখানে সিআইএ’র হ্যাকিং কর্মসূচির বিস্তারিত তথ্য উঠে এসেছে। বিশ্বজুড়ে গোপন তথ্য ফাঁস করে সাড়া ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিক্স বলেছে, এটি তাদের কাছে থাকা সিআইএ’র হ্যাকিং কর্মসূচির সাতটি গোপন তথ্য ভাণ্ডারের প্রথম অংশ।

ফাঁস হওয়া দলিলে দেখা গেছে, অ্যান্ড্রয়েড ও আইফোনসহ উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং ব্যবস্থার কম্পিউটারগুলোকে লক্ষ্য করে ম্যালওয়্যারসহ নানাবিধ সাইবার আক্রমণ চালিয়ে তথ্য হাতিয়ে নিত সিআইএ। উইকিলিক্সের প্রকাশিত দলিলে দেখা যাচ্ছে, সিআইএর হ্যাকিং কার্যক্রম ছিল ব্যাপক।

মার্কিন এই গোয়েন্দা সংস্থাটি অতি পরিচিত এবং বহুল ব্যবহৃত সব প্রযুক্তি পণ্যকে লক্ষ্য করে ম্যালওয়্যার ছড়াতো। এর মধ্যে কোনো কোনো হ্যাকিং সফটওয়্যার সিআইএ নিজেই তৈরি করেছে, আবার কোনো কোনোটি তৈরিতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ সাহায্য করেছে।

রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এ সম্পর্কে আরো বলেছেন, এসব তথ্য সত্যি হয়ে থাকলে প্রমাণ হবে, নানা জটিলতার মধ্যেও বিভিন্ন দেশের মধ্যে যে বিশ্বাস ও আস্থা তৈরি হয়েছিল তার ভিত্তি দুর্বল করে দেয়া হয়েছে। ক্রেমলিন এর আগে বলেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপে আঁড়ি পাতার যে চেষ্টা আমেরিকা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে মস্কো।

এদিকে উইকিলিক্সে হ্যাকিং-এর তথ্য ফাঁস হওয়ার পর সিআইএ দেশের ভেতরে বড় ধরণের সমালোচনা মুখে পড়েছে। সিআইএর বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা করা হচ্ছে এই বলে যে, যাদের কাজ অন্যদের তথ্য চুরি করা, তারা নিজেরাই নিজেদের তথ্য রক্ষা করতে পারছে না।

(ওএস/এসপি/মার্চ ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test