E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজেপির জয় ও পরাজয়

২০১৭ মার্চ ১১ ১৬:৩১:৫৮
বিজেপির জয় ও পরাজয়

আন্তজার্তিক ডেস্ক : ১৯১৯ সালের পর উত্তর প্রদেশের বিধান সভায় সবচেয়ে বড় জয় এটাই বিজেপির। কিন্তু সেই সময় ৪২৫ আসনের মধ্যে বিজেপি  ২২১টি আসন। এবার ৪০৩টি আসনের মধ্যে ৩০০টির বেশি আসন পাবে বিজেপি। ইঙ্গিত মিলছে, শেষ পর্যন্ত সেই প্রবণতা বহাল থাকলে, উত্তরপ্রদেশে রেকর্ড গড়তে চলেছে মোদী-অমিত শাহ’র দল।

বেনজির ঝড়ে হিসাব নিকাশ পাল্টে বিজেপি এখন ক্ষমতার জন্য কিছু সময় অপেক্ষা করছে। বেশ কয়েক রাউন্ড গণনার শেষেও সপা-কংগ্রেস জোট তিন অঙ্কের সংখ্যা ছুঁতে পারেনি। মায়াবতীর দল তিরিশটি আসনের আশেপাশে ঘোরাফেরা করছে।

উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে বিজেপির জয়োৎসব শুরু হয়ে গিয়েছে কিন্তু পাঞ্জাবে চিত্রটা একদম আলাদা। সেখানে তাদের জয়োৎসব হবে না। নতুন পরিকল্পনা নিয়ে সামনের নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। পাঞ্জাবে সাধারণত ৫বছর পর পর ক্ষমতার পরিবর্তন হয় কিন্তু ২০১২ সালে সব হিসাব উল্টে পাল্টে যায়। দ্বিতীয় বারের জন্য মসনদে বসে ক্ষমতাসীন শিরোমণি অকালি দল ও বিজেপি জোট। অরবিন্দ কেজরীবাল ড্রাগ সমস্যা নিয়ে পাঞ্জাবে বেশ ভাল মত তার প্রচার চালান। যার জেরে এ রাজ্যে ভোটের লড়াই এ বার ছিল ত্রিমুখী। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ছিনিয়ে নিল কংগ্রেস।১১৭ আসনের পাঞ্জাব বিধানসভা। ইতোমধ্যেই ম্যাজিক ফিগার ৫৯-এ পৌঁছে গিয়েছে কংগ্রেস। পাঞ্জাবে প্রায় ৮১টির উপর আসনে জয় নিশ্চিত করার পথে রাহুল গান্ধীর দল। ক্ষমতাসীন বিজেপি-অকালি জোট ধারে কাছেও নেই। পাঞ্জাবের এই বিজয়কে কংগ্রেসের প্রতিনিধি ক্যাপ্টেন অমরিন্দর সিংহ পাঞ্জাবের সাধারণ মানুষের উদ্দেশে উৎসর্গ করেছেন। তারই হাত ধরে পাঞ্জাবে বিজেপিকে পরাজিত করে কংগ্রেস আবারও ক্ষমতায় আসল ।

(ওএস/এসএস/এএস/মার্চ ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test