E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেক্সিকোতে গণকবরের সন্ধান!

২০১৭ মার্চ ১৫ ১৫:২৮:৩৫
মেক্সিকোতে গণকবরের সন্ধান!

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় আড়াইশ’র বেশি মাথার খুলি রয়েছে। দেশটির পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে এ গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন সেখানকার সরকারি আইনজীবী।

তবে কবে, কখন এ গণকবরের খোঁজ পাওয়া গেছে তা জানা যায়নি।

দেশের টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় সরকারী কৌঁসুলি জর্জ উইঙ্কলার জানিয়েছেন, মাদক ব্যবসা ও চোরাচালানের জের ধরেই এই বিরাট গণকবর গড়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। এখানে আরও অনেক মৃতদেহ পাওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, মাদক চোরাকারবারি গোষ্ঠীগুলো এ এলাকাটিকে মৃতদেহ ফেলার নিরাপদ ভাগাড় হিসেবে ব্যবহার করতো বলে মনে হচ্ছে। হয়ত ভেরাক্রুজের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশেই মৃতদেহগুলো এখানে ফেলে রাখা হতো।

যদি এ এলাকায় আরও ভালোভাবে তল্লাশি চালানো হয়, তাহলে মেক্সিকোর সবচেয়ে বড় গণকবরটি হয়তো এখানেই পাওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন উইঙ্কলার।

গণকবর পাবার পর অভিযোগের আঙুল উঠেছে ভেরাক্রুজের পলাতক গভর্ণর হাভিয়ার দুয়ার্তের দিকে।

বহুদিন ধরে ভেরাক্রুজে মানুষ নিখোঁজ হবার ঘটনা ঘটছে। ঐ অঞ্চলে মাদক চোরাকারবারি দলগুলোর মধ্যে সহিংসতা একটি বড় সমস্যা। কিন্তু গভর্ণর হিসেবে এই বিষয়ে দুয়ার্তে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে।

(ওএস/এসপি/মার্চ ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test