E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্যারিসে আইএমএফের কার্যালয়ে ‘চিঠি বোমা’ বিস্ফোরণ

২০১৭ মার্চ ১৬ ২১:০৭:৪৭
প্যারিসে আইএমএফের কার্যালয়ে ‘চিঠি বোমা’ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয়ে ‘চিঠি বোমা’ বিস্ফোরণে এক কর্মচারী আহত হয়েছেন। স্থানীয় পুলিশ বলছে, ওই কর্মচারী চিঠির খামটি খোলার সময় বিস্ফোরণ ঘটেছে। তথ্যসূত্র : বিবিসি।

আহত ওই কর্মচারীর হাত ও মুখে জখম হয়েছে। বিস্ফোরণের পর আইএমএফের ওই কার্যালয় থেকে কর্মকর্তা ও কর্মচারীদের সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে বুধবার পৃথক এক ঘটনায় জার্মানির অর্থ-মন্ত্রণালয় বার্লিনে একটি পার্সেল বোমা নিষ্ক্রিয় করে। দেশটির অর্থমন্ত্রী ওলফগ্যাং চ্যাবলের কাছে ওই পার্সেল বোমা পাঠানো হয়েছিল।

গ্রিসের বামপন্থী একটি গোষ্ঠী বলছে, তারা ওই পার্সেল জার্মানির অর্থমন্ত্রীর কাছে পাঠিয়েছিল।

(ওএস/এএস/মার্চ ১৬, ২০১৭)

আইএমএফের কার্যালয়ে

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test