E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইরানের পরমাণু সমঝোতার কোনো বিকল্প নেই: ইইউ

২০১৭ মার্চ ২১ ১৪:০৯:৫০
ইরানের পরমাণু সমঝোতার কোনো বিকল্প নেই: ইইউ

আন্তর্জাতিক ডেস্ক : ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি জোর সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এ সমর্থন ব্যক্ত করে বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এখন পর্যন্ত পাঁচবার ইরানের পক্ষ থেকে এ সমঝোতা বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করেছে। কাজেই এই সমঝোতা পুনর্মূল্যায়ন বা এ ব্যাপারে আবার আলোচনা শুরু করার কোনো সুযোগ নেই।

সোমবার ওয়াশিংটনে পারমাণবিক নীতি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোগেরিনি একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতাকে আক্রমণ করে যেসব বক্তব্য দিয়েছেন তার জবাব দিতেই দৃশ্যত এসব কথা বলেছেন ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা।

গত বছরের নভেম্বরের নির্বাচনি প্রচারাভিযানে ট্রাম্প একাধিকবার এই সমঝোতা ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন। সেইসঙ্গে তার দৃষ্টিতে এই সমঝোতা যে ‘এযাবতকালের সবচেয়ে খারাপ চুক্তি’ সেকথাও বলার সুযোগ হাতছাড়া করেননি ট্রাম্প।

কিন্তু ২০১৫ সালের জুলাই মাসে স্বাক্ষরিত এ সমঝোতার প্রধান মধ্যস্থতাকারী মোগেরিনি বলেন, এটি একটি আন্তর্জাতিক সমঝোতা বলে তা এককভাবে বাতিল করার অধিকার কোনো দেশের নেই। সেই সঙ্গে এটি বাতিল করতে এর চেয়ে ভালো কোনো বিকল্প দাঁড় করানোও সম্ভব নয়।

২০১৫ সালের জুলাই মাসে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বাস্তবায়ন ২০১৭ সালের জানুয়ারি মাসে শুরু হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে তার সরকারের পূর্ণ সমর্থনে এ সমঝোতা সই হলেও এখন পর্যন্ত ওয়াশিংটন এ সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়ন করেনি।

(ওএস/এসপি/মার্চ ২১, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test