E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নববর্ষ উপলক্ষে ইরানকে ট্রাম্পের শুভকামনা

২০১৭ মার্চ ২৩ ১৫:১৫:০০
নববর্ষ উপলক্ষে ইরানকে ট্রাম্পের শুভকামনা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন বছর উপলক্ষে শুভ কামনা জানিয়েছেন। ইরানের নববর্ষ নওরোজ নামেই পরিচিত। ওই দিন সরকারি ছুটি থাকে।

বুধবার ইরানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ট্রাম্প। তবে এর আগে ইরানের ওপর যে ভ্রমণ নিষেধাজ্ঞা আনা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি। এর আগে ইরানসহ বেশ কয়েকটি মুসলিম দেশের ওপর ভ্রষণ নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। তবে সেগুলো বেশ মার্কিন আদালত স্থগিত করেছে।

এর আগের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরান সরকারের পরমাণু চুক্তি নিয়েও সমালোচনা করেছেন ট্রাম্প।

ফার্সি ভাষায় নওরোজ শব্দের অর্থ নতুন দিন। ইরানে জাতীয় দিবসের মতো নওরোজ উৎসবমুখর হয়ে থাকে। পরিবারের সঙ্গে হৈ হুল্লোড়ে কাটানো ও উপহার দেওয়া নেওয়ার জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন কিছু শুরু করার জন্য এটা একটা ভালো উপলক্ষ।

ট্রাম্পের উদ্বৃতি দিয়ে হোয়াইট হাউসের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের বহু নাগরিক আমাদের দেশে এসেছে। আমেরিকানদের সঙ্গে ইরানিদের বন্ধুত্ব আমি খুব উপভোগ করি। তাছাড়া আমেরিকাতে অভিবাসীদের মধ্যে ইরানিদের সংখ্যা অনেক বেশি। আগামি দিনে আরো ভালো সূচনা হতে পারে।’

নির্বাচনের সময় থেকেই অভিবাসী ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। নির্বাচনের পর মুসলিম প্রধান দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি মেক্সিকোর সীমান্তে প্রাচীর তুলে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইরান ছাড়াও লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের আমেরিকায় প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা হাইকোর্ট স্থগিত করেছে। তবে এ নিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

(ওএস/এএস/মার্চ ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test