E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মসুলে মার্কিন গণহত্যার ব্যাপারে কথা বলুন’

২০১৭ মার্চ ২৮ ১১:৪৪:৫৬
‘মসুলে মার্কিন গণহত্যার ব্যাপারে কথা বলুন’

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুলে সাম্প্রতিক ভয়াবহ মার্কিন বিমান হামলা পর্যালোচনা করার জন্য অধিবেশনে বসতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। ওই হামলায় অন্তত ২০০ বেসামরিক মানুষ নিহত হয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত ১৭ মার্চের এই হৃদয়বিদারক ঘটনার পরও আরো বেশ কয়েকটি মার্কিন হামলা হয়েছে যেখানে বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

১৭ মার্চ কয়েক ঘন্টা ধরে বেসামরিক ইরাকি নাগরিকদের ওপর বোমাবর্ষণ করা হয় যাতে ২০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এত বড় মর্মান্তিক ঘটনার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই কথা বলতে হবে।

ল্যাভরভ বলেন, এটা অত্যন্ত বিস্ময়কর ব্যাপার যে, অত্যাধুনিক সরঞ্জাম থাকার দাবিদার মার্কিন সেনারা ঘণ্টার পর ঘণ্টা হামলা চালিয়েও বেসামরিক লোকজনের উপস্থিতি টের পায়নি। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ দায়েশের কাছ থেকে মসুল পুনরুদ্ধারে দৃঢ় সংকল্প।

সিরিয়ার আলেপ্পো শহর মুক্ত করার সময় বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার ব্যাপারে রাশিয়া যেমন সাবধানতা অবলম্বন করেছিল আমেরিকাকে ইরাকের মসুলে সেরকম সতর্ক থাকার আহ্বান জানান সের্গেই ল্যাভরভ।

(ওএস/এসপি/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test