E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ট্রাম্পের প্রতি নেতানিয়াহুর কৃতজ্ঞতা

২০১৭ মার্চ ২৮ ১১:৪৯:২৩
ট্রাম্পের প্রতি নেতানিয়াহুর কৃতজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সব অবৈধ কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেলআবিবের পছন্দ অনুযায়ী ইসরাইলে নয়া মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার জন্যও তিনি ট্রাম্প প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাকের এক সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তৃতা দিয়ে গিয়ে এ ধন্যবাদ জানান নেতানিয়াহু।

গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করেই ফিলিস্তিন দখলদার ইসরাইলের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে ইহুদি বসতি নির্মাণে তেল আবিবকে উৎসাহিত করেন ট্রাম্প; যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ ধরনের বসতি নির্মাণকে অবৈধ ঘোষণা করেছে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মাঝে মধ্যে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ কার্যকলাপের সমালোচনা এবং সরাসরি বিরোধিতা করতেন। কিন্তু ট্রাম্প কার্যত সব আগ্রাসী ও অবৈধ কাজে ইসরাইলকে মদদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ ছাড়া, আমেরিকার আগামী অর্থ বছরের বাজেটে ইসরাইলের জন্য ‘পূর্ণ মাত্রায় সামরিক সহযোগিতা’ বরাদ্দ রাখার জন্যও ওয়াশিংটনকে ধন্যবাদ জানান নেতানিয়াহু।

ট্রাম্প প্রশাসন দৃশ্যত ইহুদিবাদী ইসরাইলের সব ধরনের আগ্রাসী তৎপরতার প্রতি পূর্ণ সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইহুদিবাদীরা বহু বছর ধরে মুসলমানদের প্রথম ক্বেবলা সমৃদ্ধ নগরী জেরুজালেম আল-কুদসে ইসরাইলের রাজধানী স্থানান্তরের চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মার্কিন সরকার সে প্রচেষ্টার প্রতি সমর্থন জানায়নি। তবে রোববার আইপ্যাকের সভায় দেয়া বক্তব্যে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ইসরাইলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম আল-কুদসে স্থানান্তর করতে ‘অত্যন্ত আন্তরিক’ প্রেসিডেন্ট ট্রাম্প।

(ওএস/এসপি/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test