E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফের গণভোট চেয়ে স্কটল্যান্ডের চিঠি

২০১৭ মার্চ ৩১ ১২:৫৮:২১
ফের গণভোট চেয়ে স্কটল্যান্ডের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য। ঠিক একই সময়ে আবারও স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের ক্ষমতা চেয়ে চিঠি দিয়েছে স্কটল্যান্ড। যদিও যুক্তরাজ্য সরকার ইঙ্গিত দিয়েছে যে, এ ধরণের গণভোট আয়োজনের জন্য এখনি উপযুক্ত সময় নয়।

দেশটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন যুক্তি তুলে ধরে বলছেন, বেক্সিট ভোটের জের ধরে স্কটল্যান্ডের জনগণেরও সিদ্ধান্ত নেয়ার সুযোগ থাকা উচিত যে তারা কোন পথে যাবে। গণভোট আয়োজনের অনুমতি চাওয়ার প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠ ভোটে স্কটিশ পার্লামেন্ট অনুমোদন দিয়েছে।

আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে ওই গণভোট আয়োজনের অনুরোধ করা হয়েছে। যদিও এই সময় নিয়ে আলোচনার সুযোগ আছে বলে আভাস দিয়েছেন স্টারজন।

তবে যুক্তরাজ্য এর মধ্যে ইঙ্গিত দিয়েছে যে, এ ধরণের গণভোট আয়োজন করতে হলে বেক্সিট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন, গণভোটের জন্য এখনই উপযুক্ত সময় নয়। যখন বেক্সিটের সব শর্ত পরিষ্কার হয়ে যাবে, স্কটল্যান্ডের জনগণও তখন সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারবে।

স্টারজন বলছেন, তার অনুরোধ প্রত্যাখ্যাত হলে এপ্রিলে পার্লামেন্ট বসার পরেই তিনি সরকারের পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

২০১৪ সালের গণভোটে ৫৫-৪৫ শতাংশ ভোটে যুক্তরাজ্যে থাকার পক্ষে সিদ্ধান্ত জানিয়েছিল স্কটিশরা। যদিও বেক্সিটের গণভোটে ইউরোপীয় ইউনিয়নের থাকার পক্ষেই মত দিয়েছিল বেশিরভাগ স্কটিশ।

(ওএস/এসপি/মার্চ ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test